ইয়ে যাদু হ্যায় জিন কা, রব সে হ্যায় দুয়া খ্যাত অভিনেত্রী অদিতি শর্মার ব্যক্তিগত জীবন এখন খবরের শিরোনামে। লুকিয়ে বিয়ে থেকে শুরু করে বিয়ের পর পরকীয়া, কী নেই তালিকায়? স্বামীর কাছে ধরা পড়তে যা করলেন, তা শুনলে রীতিমতো অবাক হয়ে যেতে হয়।
গত নভেম্বর মাসে অভিনীত কৌশিককে গোপনে বিয়ে করেছিলেন অদিতি। গত চার বছর লিভ ইন রিলেশনশিপে থাকার পর বিয়ে করেছিলেন তাঁরা। তবে প্রথম থেকেই দাম্পত্য জীবনে অভিনেত্রীর আগ্রহ ছিল বেশ ভালই, তবে একটাই শর্ত ছিল বিয়ের কথা গোপন রাখতে হবে। কেরিয়ারের উন্নতি হবে এই ভেবে অদিতির কথা মেনেও নিয়েছিলেন অভিনীত।
আরও পড়ুন: ঋতুস্রাবের সময় কালীপুজোর কাজ করা যাবে না, অথচ যাঁর পুজো তিনি আদ্যোপান্ত একজন নারী: লগ্নজিতা
প্রথম থেকেই যে সম্পর্ক খারাপ ছিল তা কিন্তু নয়। একে অপরের প্রতি প্রেম ছিল গভীর। অভিনেত্রী স্বামীকে একটি দামি বাইকও উপহার দিয়েছিলেন, যাতে তিনি অদিতির সঙ্গে সবসময় সময় কাটাতে পারেন। কিন্তু তারপরেই হঠাৎ করে শোনা যায় অদিতির গোপন প্রেমের কথা।
সংবাদমাধ্যমের সামনে স্ত্রীর প্রেমের কথা ফাঁস করে অদিতির স্বামী জানান, দুই পরিবারের উপস্থিতিতেই ঘরোয়া ভাবে বিয়ে হয়েছিল। ভালোবেসে বিয়ে করার পরেও অদিতি পরকীয়ায় জড়ান। সবকিছুই নজরে এসেছিল অদিতির স্বামীর, তাও তিনি কোনও কথা বলেননি। তবে প্রমাণ হাতে আসতেই যখন অদিতিকে তিনি চেপে ধরেন, ঠিক তখনই অদিতি ডিভোর্সের দাবী জানান। শুধু তাই নয়, ২৫ লক্ষ টাকা খোরপোষ চান স্বামী থেকে।
আরও পড়ুন: 'বডিওয়ালা নয়, মেয়েদের রোগা-পাতলা ছেলেদেরই ভালো লাগে...' চাহালের কথাই কি বলেছিলেন নতুন বান্ধবী?
আরও পড়ুন: 'উদিতের চুমু তো...' মহিলা অনুরাগীকে লিপ কিস করে জড়ান বিতর্কে, এবার নিজেই নিজেকে ট্রোল করলেন উদিত!
বর্তমানে অ্যাপালেনা নামক একটি ধারাবাহিকে কাজ করছেন অদিতি। ওই ধারাবাহিকের নায়কের সঙ্গেই পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। হাতেনাতে ধরা পড়তেই উল্টো সুর শোনা যায় অদিতির মুখে। অভিনেত্রীর মতে, বিয়েটাই নাকি বৈধ নয়। যদিও অদিতির স্বামীর কথা অনুযায়ী, সমস্ত রীতিনীতি মেনেই বিয়েটা হয়েছিল।