২০২৪ সালের শেষের দিকে দ্বিতীয়বার বিয়ের মন্ডপে বসেছিলেন অদিতি রাও হায়দারি। তবে শুধু অদিতির নয়, সিদ্ধার্থেরও ছিল এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর নতুনভাবে জীবন শুরু করেছেন দুইজনেই। ২০২৪ সালের সেই ছোট ছোট সুখের মুহূর্ত গুলি এক জায়গায় কোলাজ করে একটি ভিডিয়ো তৈরি করলেন অদিতি।
অদিতি যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি শুধুমাত্র নববর্ষ উপলক্ষে। ২০২৪ সালকে ধন্যবাদ জানিয়ে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছেন তিনি। ভিডিয়োয় ছোট ছোট মুহূর্তগুলি সকলে সামনে তুলে ধরেছেন অদিতি। এই বিশেষ মুহূর্তের মধ্যে রয়েছে অদিতির বিয়ের কিছু মুহূর্ত, রয়েছে হীরামান্ডি সিনেমার কিছু দৃশ্য, পরিবারদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত, রয়েছে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ারও কিছু ছবি।
আরও পড়ুন: বারান্দার বাইরে জড়ো হয়েছে কুয়াশা, ছুঁয়ে দেখেই মেঘ খাওয়ার আবদার ইউভানের! বলল, 'এখনই অর্ডার করো'
তবে সব থেকে বেশি নজর কেড়েছে একটি ছবি যেখানে অদিতিকে প্রপোজ করছেন সিদ্ধার্থ। ছবিতে দেখা যাচ্ছে অদিতি সামনে ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে রয়েছেন সিদ্ধার্থ। হায়দরাবাদে ঠাকুমার তৈরি স্কুলের সামনেই প্রিয় মানুষটিকে প্রেম নিবেদন করেছিলেন সিদ্ধার্থ। দুজনেই ক্যাজুয়াল পোশাকে ছিলেন। এই দৃশ্যটি নিঃসন্দেহে ভীষণ ইউনিক একটি দৃশ্য।
গত বছরের মার্চ মাসে সিদ্ধার্থ অদিতিকে নিয়ে ঠাকুমার তৈরি স্কুলের সামনে গিয়েছিলেন। যদিও ঠাকুমা প্রয়াত। কয়েক বছর আগেই তিনি মারা গেছেন। অদিতিকে ঠাকুমা দেখতে না পেলেও ঠাকুমার তৈরি স্কুলের সামনেই নিজের ভালোবাসার কথা জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধার্থ। তারপর যেমন ভাবা তেমন কাজ। নিভৃতে একাকী কাছের মানুষটিকে নিজের মনের কথা বলেছিলেন সিদ্ধার্থ। তারপর বাকিটা ইতিহাস।
আরও পড়ুন: মায়ের ঘর ভাঙা শ্রীদেবীকে ক্ষমা করেননি! সৎ মা'ক কী বলে সম্বোধন করলেন অর্জুন?
প্রসঙ্গত, গত বছর ১৬ সেপ্টেম্বর তেলেঙ্গানার ৪০০ বছরের পুরনো একটি মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ এবং অদিতি। দক্ষিণী মতে বিয়ে করার পরেই রাজস্থানে হিন্দু মতে বিয়ে করেন এই তারকা যুগল। হয় রিসেপশন পার্টি। তারপরেই দুজন উড়ে যান হানিমুন উদ্দেশ্যে।