সময়মতো আসেননি। সেজন্য যশস্বী জয়সওয়ালকে অ্যাডিলেডে রেখেই বিমানবন্দরের দিকে রওনা দেয় ভারতীয় টিমবাস। পরবর্তীতে আলাদা গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছাতে হয় তরুণ ভারতীয় তারকাকে। তবে তারপর আর বিপত্তি হয়নি। ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গেই ব্রিসবেনের বিমান ধরেন যশস্বী। এমনই জানানো হল সংবাদমাধ্যম রে স্পোর্টসের প্রতিবেদনে। আর তারপর ব্রিসেবেনে পৌঁছেও গিয়েছে টিম ইন্ডিয়া। আগামী শনিবার (১৪ ডিসেম্বর) থেকে ব্রিসবেনে ভারতের তৃতীয় টেস্ট শুরু হবে।
সময়মতো টিমবাস আসে, কিন্তু আসেননি যশস্বী
সেই টেস্টে খেলার জন্য বুধবার সকাল ৮ টা ৩০ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) অ্যাডিলেডের টিম হোটেল থেকে ভারতের টিমবাস ছাড়ার কথা ছিল। ওই রিপোর্ট অনুযায়ী, নির্দিষ্ট সময় মতো টিমবাস চলে আসে। একে-একে বাসে উঠতে থাকেন রোহিত শর্মা, কেএল রাহুল, শুভমন গিল, মহম্মদ সিরাজ, নীতীশকুমার রেড্ডি, ধ্রুব জুরেলরা। নীতীশ বাসে ওঠার পরে ফের নেমে হোটেলে ঢুকে যান। তারপর কিছু নিয়ে এসে বাসে উঠে পড়েন।
আরও পড়ুন: গাব্বাতে কি সুযোগ পাবেন হর্ষিত? বাবার থেকে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করার চ্যালেঞ্জ পেলেন রানা
ততক্ষণে ঘড়ির কাঁটা ৮ টা ৩০ মিনিট পেরিয়ে যায়। কিন্তু তখনও বাস ছাড়েনি। ওই রিপোর্ট অনুযায়ী, কিছুক্ষণ পরে ভারতীয় দলের সিকিউরিটি অফিসারকে টিম হোটেলে ঢুকতে দেখা যায়। হোটেলে ঢুকে যান ভারতীয় দলের ম্যানেজারও। তারইমধ্যে উঠে এসে বাসের দরজার সামনে দাঁড়িয়ে হোটেলের ঢোকার পথে দিকে তাকিয়েছিলেন। কথা বলেন টিম ম্যানেজারের সঙ্গে। সেইসময় তাঁর চোখেমুখের যে অভিব্যক্তি ছিল, তাতে বিরক্তি ধরা পড়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: Ind vs Aus- সেফি তুলতে গিয়ে সমস্যায় ভক্ত! পন্ত বললেন, ‘আগে ক্যামেরা তো পরিষ্কার কর…’
বাস থেকে নেমেও আসেন রোহিত!
সেইসবের মধ্যে বাস থেকে নেমে আসেন রোহিত। ওই রিপোর্ট অনুযায়ী, বাসের পিছন দিকে কথা বলতে থাকেন ভারতীয় অধিনায়ক। তারপর বাসে উঠে যান। সকাল ৮ টা ৫০ মিনিট নাগাদ বাস ছেড়ে দেয়। বাস ছেড়ে দেওয়ার মিনিট পাঁচেক যশস্বী এবং ভারতীয় দলের সিকিউরিটি অফিসারকে হোটেল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তারপর তাঁরা একটি গাড়িতে বসে বিমানবন্দরের দিকে রওনা দেন। সময়মতোই সকলে বিমানবন্দরে পৌঁছে যান। তারপর রওনা দেন ব্রিসবেনের উদ্দেশে।
ব্রিসবেনে পৌঁছে গিয়েছে ভারতীয় দল
ব্রিসবেনে পৌঁছানোর পরে ভারতীয় দলের তরফে যে ভিডিয়ো পোস্ট করা হয়, তাতে অ্যাডিলেড এবং ব্রিসবেন বিমানবন্দরে খেলোয়াড়দের হাসিমুখেই দেখা গিয়েছে। হাসি দেখা গিয়েছে অধিনায়ক রোহিত, আকাশদীপ, যশস্বী, রাহুল, নীতীশের মুখে। পন্তকে তো ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একেবারে হাসিমুখে দেখা যায়।