ভারতের প্রাক্তন অধিনায়ক তথা রোহিত-বিরাটদের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড় বর্তমানে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। দীর্ঘ ক্রিকেট অভিজ্ঞতার ঝুলি থেকে মজার স্মৃতিচারণ করলেন রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের তরফ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যেখানে রাহুলকে দলের ভক্তদের সঙ্গে ভিডিয়োর মাধ্যমে আড্ডা দিতে দেখা যায়।
এই সময়ে একটি মজার প্রশ্ন করে বসেন এক ভক্ত। সেই ফ্যান রাহুল দ্রাবিড়কে জিজ্ঞাসা করেন তাদের খেলার সময় কে কখনও ফিল্ডিং মেডেল জিততে পারতেন না? এই প্রশ্নে উত্তর দিতে পারেননি দ্রাবিড়র। তবে পরে কুমার সাঙ্গাকারাকে এই প্রশ্নটি করা হয়েছিল তখন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম নেন। যা শুনে হেসে ফেলেন রাহুল দ্রাবিড়। এরপর তিনি বলতে থাকেন এই বিষয়ে আমি কিছু বলব না।
আরও পড়ুন… রোহিতের অবসর নিয়ে খবর করায় হুমকি? বাঙালি সাংবাদিকের পরিবারকে গালিগালাজ ‘ফ্যানের’
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে ভারতীয় দল প্রতি ম্যাচে সেরা ফিল্ডারকে একটি মেডেল প্রদান করে আসছে। এই ঐতিহ্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও চলেছে এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বজায় রয়েছে। রাজস্থান রয়্যালস সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে একটি ভিডিয়ো পোস্ট করেছে, যেখানে দ্রাবিড়কে প্রশ্ন করা হয়—তার খেলার সময় কে সবচেয়ে বেশি এই মেডেল জিতে পারতেন।
তাঁকে জানানো হয়, তিনি নিজের নাম বলতে পারবেন না। উত্তরে দ্রাবিড় সবাইকে মনে করিয়ে দেন যে টেস্ট ক্রিকেটে তার ২০০-র বেশি ক্যাচ রয়েছে। এরপর তিনি দুটি নাম বলেন, যাদের তিনি মনে করেন তাদের সময়ে সবচেয়ে বেশি সেরা ফিল্ডারের মেডেল জিততে পারতেন।
আরও পড়ুন … নাচতেই হবে….জয় শাহকে ধরে টানাটানি রোহিতের! পাশে হাসি গম্ভীরের- ভিডিয়ো
সৌরভ- দ্রাবিড়দের সময়ে কে পেতন সেরা ফিল্ডারের পুরস্কার
রাহুল দ্রাবিড় বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটে ২০০ ক্যাচ নিয়েছি। আমার মনে হয়, আমার সময়ে হয়তো কাইফ ও যুবরাজ অনেকবার এই পুরস্কার জিতত।’ তবে, যখন তাকে জিজ্ঞেস করা হয়, কেউ কখনও এই মেডেল জিততে পারতেন না, তিনি উত্তর দিতে রাজি হননি। এই সময় রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট ও শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা মজার ছলে বলেন, ‘আমার মনে হয়, দাদা (সৌরভ গঙ্গোপাধ্যায়) এই তালিকায় থাকবে।’ যার পরেই পুরো ঘর হাসিতে ফেটে পড়ে। তখন দ্রাবিড়ও হেসে ফেলেন এবং বলেন, ‘আমি এটা বলতে চাই না!’
দেখুন সেই ভিডিয়ো
আরও পড়ুন … CT 2025: পন্টিংয়ের বিরাট রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি! ICC-র বিশেষ তালিকায় উঠল রোহিতের নাম
দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ নেওয়া ভারতীয় রাহুল দ্রাবিড়
ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড় ফিল্ডার হিসেবেও নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ভারতীয় খেলোয়াড় ছিলেন তিনি (৩৩৪ ক্যাচ)। কিন্তু চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি দ্রাবিড়কে টপকে এই রেকর্ড ভেঙেছেন। ৫২ বছর বয়সি দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে তার মেয়াদ শেষ করেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানোর পর। এখন তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন।