বৃহস্পতিবার সকাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, বিসিসিআই ভারতীয় দলের সহকারি কোচের পদ থেকে সরিয়ে দিচ্ছে অভিষেক নায়ারকে। যদিও বোর্ডের সচিব স্বয়ং জানিয়েছিলেন, এই বিষয়ে আগামী ২-১ দিনের মধ্যেই তিনি আপডেট দিতে পারবেন। অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ঘটনার কথা স্বীকার করেননি তিনি, আবার বিষয়টি উড়িয়েও দেননি বিসিসিআইয়ের সচিব।
জল্পনা ছড়িয়েছিল, ভারতীয় ক্রিকেট দলের এক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কোচিং স্টাফদের মধ্যে শীতল সম্পর্কের কারণেই নাকি অভিষেক নায়ারের চাকরি যাচ্ছে। অর্থাৎ ড্রেসিমরুমের দ্বন্দের জেরে অভিষেককে ছাঁটাই করা হতে পারে, এমন আবহ তৈরি হয়। যদিও বিসিসিআই এখনও এই বিষয়ে কিছুই জানায়নি। তবে ব্যাটিং কোচ হিসেবে কয়েকমাস আগে সিতাংশু কোটককে নিয়োগ করায়, অভিষেকের ছাঁটাই হওয়ার সম্ভাবনা যে প্রবল, তা বলাই যায়।
ফের কেকেআরে প্রত্যাবর্তন অভিষেকের?
এই আবহেই এবার অভিষেক নায়ারের পাশে দাঁড়িয়েই বার্তা দিলেন ভারতীয় দলের ক্রিকেটার বরুণ চক্রবর্তী। বৃহস্পিতাবার সকাল থেকে অভিষেকের ছাঁটাই হওয়ার খবরের মাঝেই নিজের ইনস্টাগ্রামে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক নায়ারের তত্ত্বাবোধানে অনুশীলনের একটি ছবি পোস্ট করলেন নাইটদের মিস্ট্রি স্পিনার।
কেকেআরের জার্সিতে বরুণের সঙ্গে অভিষেক
বরুণ চক্রবর্তী অবশ্য নিজের সঙ্গে অভিষেক নায়ারের কেকেআরের জার্সিতে তোলা ছবি পোস্ট করলেও, তিনি তাতে কোনও ক্যাপশন দেননি। অর্থাৎ বিষয়টি হাল্কাভাবেই তিনি ভাসিয়ে দিয়েছেন। যা দেখে অনেকেরই মনে হচ্ছে ভারতীয় দল থেকে সরিয়ে দেওয়া হলে আরও একবার নিজের পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজিতেই ফিরতে পারেন অভিষেক।
অভিষেকের সঙ্গে ছবি পোস্ট বরুণের
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন অভিষেক নায়ার এবং বরুণ চক্রবর্তী। অভিষেক আগে কলকাতার হয়ে খেলেও ছিলেন। এরপর তিনি নাইটদের কোচিং স্টাফের মধ্যে আসেন ২০১৮ সালে, সেবার নাইট অ্যাকাডেমির প্রধান নির্বাচিত হন অভিষেক। এরপর ২০২০ সালে বরুণ চক্রবর্তী কেকেআরে যোগ দেওয়ার পর থেকে দুজনেই একসঙ্গে কাজ করে আসছেন। জাতীয় দলেও তাঁরা একসঙ্গে কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি২০ সিরিজে নিজেদের দায়িত্ব পালন করেছেন।