দেশের হয়ে খেলা ছেড়েছেন বটে, তবে এখনও মরচে পড়েনি হাতিয়ারে। ইউএস টি-১০ মাস্টার্সে বুঝিয়ে দিলেন প্রাক্তন অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ। ফ্লোরিডায় ক্যালিফোর্নিয়া নাইটসের হয়ে নিউ জার্সি ট্রাইটনসের বিরুদ্ধে ব্যাট হাতে যে রকম ঝড় তুললেন ফিঞ্চ, তাকে তাণ্ডব বললেও কম বলা হয়।
৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফিঞ্চ। শেষমেশ ৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৭৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। মাঝে ক্রিস বার্নওয়েলের এক ওভারে পরপর ৫টি ছক্কা মারেন ফিঞ্চ। ষষ্ঠ ডেলিভারির সময় চাপের মুখে বার্নওয়েল ১টি ওয়াইড বল করায় ছন্দ ভাঙে অজি তারকার। শেষ বলে ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। ফলে অল্পের জন্য ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজির গড়া হয়নি ফিঞ্চের। সেই ওভারে সাকুল্যে ৩২ রান ওঠে।
প্রথম ইনিংসের অষ্টম ওভারে এমন ধ্বংসলীলা চালান অ্যারন। মূলত ফিঞ্চের এমন দুর্দান্ত ইনিংসে ভর করেই ক্যালিফোর্নিয়া নাইটস প্রথমে ব্যাট করে বড়সড় লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন নিউ জার্সির সামনে।
আরও পড়ুন:- World Cup 2023: আমদাবাদ ও ইডেনের কথা রেখেছে BCCI, হায়দরাবাদের সমস্যা শুনল না, বদলাচ্ছে না বিশ্বকাপের সূচি
টস হেরে শুরুতে ব্যাট করে ক্যালিফোর্নিয়া নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৬ রান সংগ্রহ করে। অর্থাৎ, ওভার প্রতি তারা ১১.৬ রান তোলে। ওপেন করতে নেমে জ্যাক কালিস ১৩ বলে ৭ রানের ধীর ইনিংস খেলা সাজঘরে ফেরেন। বার্নওয়েলের বলে আরপি সিংয়ের হাতে ধরা পড়েন তিনি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৭ রানের আগ্রাসী ইনিংস খেলে রান-আউট হন মিলিন্দ কুমার। ইনিংসের শেষ বলে আউট হন ইরফান পাঠান। ৩ বলে ১ রান করে পিটার ট্রেগোর বলে বিপুল শর্মার হাতে ধরা দেন জুনিয়র পাঠান।
আরও পড়ুন:- Maharaja Trophy: হার্দিকের রাজ মহারাজা ট্রফিতে, ‘১২ ওভারেই’ প্রতিপক্ষকে ওড়াল গুলবার্গা
নিউ জার্সির হয়ে কৃপণ বোলিং করেন আরপি সিং। তিনি কোনও উইকেট না পেলেও ২ ওভারে মাত্র ১১ রান খরচ করেন। ২ ওভারে ২০ রান খরচ করেন লিয়াম প্লাঙ্কেট। তিনিও কোনও উইকেট পাননি।