বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেঞ্চুরিয়নে আজ মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই, মাঠে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন দর্শকেরা। পাশাপাশি, শেষ মুহূর্তের প্রস্তুতিতেও সেরে ফেলেছে দুই দল। কিন্তু ম্যাচ শুরুর আগে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির প্রশংসা করলেন প্রটিয়া দলের অধিনায়ক তেম্বা বাভুমা। এছাড়াও বিরাটের প্রশংসায় পঞ্চমুখ এডেন মার্করাম, কাগিসো রাবাডা ও কেশব মহারাজ। সকলের একটাই বক্তব্য যে কিং কোহলির মতো কোনও ব্যাটার এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে নেই এবং ওনার তুলনা উনি নিজেই।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকার দাবি করেছেন যে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী ও ভয়ংকর ব্যাটার বিরাট। তিনি বলেন, 'এই মুহূর্তে ভারতীয় দলে কোনও শক্তিশালী ব্যাটার বলে কেউ থাকে, তাহলে সেটা বিরাট কোহলি। যেকোনও মুহূর্তে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। দক্ষিণ আফ্রিকায় এর আগে ও বহুবার খেলেছে। সুতরাং এখানকার পিচ ও পরিস্থিতি ও সবকিছুই জানে।' অন্যদিকে রাবাডা দাবি করেছে যে বিরাট একজন দুর্দান্ত ক্রিকেটার এবং ওর বিরুদ্ধে বোলিং করাটা তিনি চিরকাল উপভোগ করেন।
রাবাডা বলেন, 'যখন আপনি কোনও বড় ক্রিকেটারকে বোলিং করবেন, তখন আপনার নিজেরও সেটা খুব ভালো লাগবে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই। বিরাট একজন দুর্দান্ত ক্রিকেটার। ওর তুলনা ও নিজেই। অতীতে আমাদের বিরুদ্ধে ও অনেক সাফল্য পেয়েছে এবং সত্যি বলতে গেলে আমরাও পেয়েছি। সুতরাং এটা এমনই একটা যুদ্ধ যেটা আমি চিরকাল জিততে চাই। তবে আবারও একই কথা বলবো যে ওর মত ব্যাটারকে আউট করা অত সহজ নয়।'
কিং কোহলির প্রশংসা করতে বাদ যাননি এডেন মার্করাম ও কেশব মহারাজও। মার্করাম বলেন, 'ও একজন বিধ্বংসী ব্যাটার এবং কঠিন প্রতিদ্বন্দ্বী। আমরা হয়তো ওর সামনে কিছু নই, তবুও দিনের শেষে আমরা সবরকমভাবে চেষ্টা করবো ওকে রাখার। বিশেষ করে ওর মধ্যে ভালো খেলার ও রান করার যে খিদেটা আছে, এটা খুব কম ক্রিকেটারের মধ্যেই দেখা যায়।'
অন্যদিকে মহারাজ জানিয়েছেন, 'বিরাট ভালো করে জানে কিভাবে টেস্ট ম্যাচে ইনিংস আগে এগিয়ে যেতে হয় এবং রাগ করতে হয়। এই ফরম্যাটে ওর অভিজ্ঞতা দারুণ। অনেক ম্যাচ খেলেছে, অনেক রান করেছে। ঝুলিতে প্রচুর রেকর্ড রয়েছে। ওকে যদি আপনি নিজের বলে রুখে দিতে পারে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে ক্ষমতাটা কতটা। রাতারাতি তো আর কেউ বড় ক্রিকেটার হয়ে ওঠে না, এর জন্য লাগে সময় এবং ধৈর্য।'