ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের ফলে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে আইসিসি পুরুষদের টেস্ট টিম র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। হায়দরাবাদে প্রথম টেস্টে ২৮ রানে হারের পর, ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি চারটি টেস্ট দাপটের সঙ্গে জিতে নেয়। ভাইজ্যাগ, রাজকোট, রাঁচি এবং শেষে ধরমশালা টেস্টও জিতে নেয় টিম ইন্ডিয়া। আর ইংল্যান্ডকে উড়িয়ে ভারত আইসিসি টেস্ট টিম র্যাঙ্কিংয়ের মগডালে উঠে পড়ে। এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ের তিন সংস্করণেই এক নম্বর দল ভারত। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও এক নম্বরে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল।
সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী ১২২ রেটিং পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৭। ইংল্যান্ড ১১১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টের ফলাফল যাই হোক কেন, শীর্ষে থাকবে ভারতই। ওয়েলিংটনে ১৭২ রানের জয়ের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ সালের বিজয়ী অস্ট্রেলিয়া বর্তমানে দুই টেস্টের সিরিজ ১-০ এগিয়ে রয়েছে।
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে তারা। রবিবার ছিল দ্বিতীয় তথা শেষ টেস্টের তৃতীয় দিন। ২৭৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা। তবে এই টেস্টের ফল যেটাই হোক, তার কোনও প্রভাব র্যাঙ্কিংয়ে পড়বে না।
২০২৪ সালটা টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকেই শুরু করেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১-এ ড্র করে দুইয়ে নেমে যায় রোহিত শর্মার দল। অন্যদিকে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ হারিয়ে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া।
এর ফলে ভারত এখন তিনটি ফরম্যাটেই র্যাঙ্কিংয়ের শীর্ষে। ওডিআই র্যাঙ্কিংয়ে তাদের ১২১ রেটিং পয়েন্ট রয়েছে টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়া ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। টি২০-তে ভারতের ২৬৬ রেটিং পয়েন্ট রয়েছে। ইংল্যান্ড (২৫৬ রেটিং পয়েন্ট) দ্বিতীয় স্থানে রয়েছে।
এখানেই শেষ নয়, ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলেরও শীর্ষে রয়েছে। তাদের ৬৮.৫১ শতাংশ পয়েন্ট। ৬০.০০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৫৯.০৯ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অস্ট্রেলিয়া। যাইহোক তরুণ ব্রিগেড নিয়ে রোহিত শর্মা ইংল্যান্ডকে উড়িয়ে ভারতকে সব কিছুরই মগডালে চড়িয়ে দিয়েছেন।