শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচেই বড় জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। কোচ হিসেবে গৌতম গম্ভীরের শুরুটা ভালোই হয়েছে। অধিনায়ক পদে আসার পর টি২০তে জয় দিয়ে অভিযান শুরু করেছেন সূর্যকুমার যাদবও। ভারতের তরুণ ব্রিগেড প্রথম ম্যাচেই নজর কেড়েছে। শুভমন গিল, যশস্বী জয়সওয়ালের পাশাপাশি অর্ধশতরান করেছেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে তেমন নজর কাড়তে না পারলেও আউট অফ দ্য সিলেবাস বোলিং করতে এসে মাত্র ১.২ ওভারেই পাঁচ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন রিয়ান পরাগ। পাঁচ বোলার নিয়ে খেলায় শেষ দিকে রিয়ানকে দিয়ে বোলিং করিয়ে মাস্টারস্ট্রোক দেন ভারতের নয়া অধিনায়ক। সেই সিদ্ধান্ত ক্লিক করে যেতেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় টি২০ অধিনায়ককে।
আরও পড়ুন-ভিডিয়ো-৩৩ বছর বয়সেও অনবদ্য ক্যাচ কোরে অ্যান্ডারসনের! ফ্যাফকে আউট করে দলকে তুললেন ফাইনালে…
শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৬ বলে ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচে নিজের ছাপ রাখেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। যশস্বী জয়লওয়ালের সঙ্গে জুটিতে তুলেছিলেন ৭৪ রান। এরপর তিনি বিরাট কোহলির রেকর্ডও ছুঁয়ে ফেললেন লঙ্কানদের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে। আর কয়েকটা ম্যাচ খেললেই টি২০তে বিরাট কোহলিকে টপকে যাবেন ভারতের অধিনায়ক। ম্যান অফ দ্য ম্যাচের নিরিখে এখন বিরাট কোহলির সঙ্গে টি২০তে একই জায়গায় দাঁড়িয়ে সূর্যকুমার যাদব। যদিও কোহলির থেকে অনেক কম ম্যাচ খেলেছেন আইসিসির প্রাক্তন ১ নম্বর টি২০ ব্যাটার।
আরও পড়ুন-ফিন অ্যালেনের তাণ্ডবে MLC-র ফাইনালে ইউনিকর্নস! ওয়াসিংটনের বিরুদ্ধে বদলার ম্যাচ কামিন্সদের…
টি২০তে সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচের তালিকা-
সূর্যকুমার যাদব ৬৯ ম্যাচ খেলে ১৬টি ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন
বিরাট কোহলি ১২৫টি ম্যাচ খেলে ১৬টি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন
জিম্বাবোয়ের সিকান্দার রাজা ৯১ ম্যাচে জিতেছেন ১৫টি ম্যাচের সেরার পুরস্কার
আফগানিস্তানের মহম্মদ নবি ১২৯ ম্যাচে ১৪বার ম্যাচের সেরা হয়েছেন
ভারতের জোড়া ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মাও ১৪বার টি২০তে ম্যাচে সেরা হয়েছেন ১৫৯টি ম্যাচ খেলে
আরও পড়ুন-অধিনায়ক বানানোর পরেও সূর্যকে নিয়ে আক্ষেপ কাটছে না গৌতির! পাল্টা কোচকে পরামর্শ সূর্যর
চলতি মাসেই সূর্যকুমার যাদবকে ভারতের টি২০ অধিনায়ক হিসেবে বেছে নেয় বিসিসিআই,আর নিজের প্রথম সিরিজেই চমক দেখালেন তিনি। একটা সময় শ্রীলঙ্কার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তাঁরা ম্যাচ জিততে পারে। হাতে বোলিং বিকল্প কম ছিল, তখনই রিয়ান পরাগকে বোলিংয়ে নিয়ে আসেন সূর্য। তিনি পরপর তুলে নেন কামিন্দু মেন্দিস, মাহিসা থিকসানা এবং দিলশান মদুশনাকার উইকেট, আর তাতেই ৪৩ রানে জয় পায় ভারত। রবিবারই দ্বিতীয় টি২০ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলতে চাইবে ভারত।