দাপুটে জয় বললেও কম বলা হয়। দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলকে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে দুরমুশ করে ভারত। সেই সুবাদে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ করেন হরমনপ্রীত কৌররা। মঙ্গলবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানের কমেই গুটিয়ে দেয় ভারত। পালটা ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
চিপকে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। পূজা বস্ত্রকার ও রাধা যাদবের সাঁড়াশি আক্রমণের সামনে দক্ষিণ আফ্রিকা ১৭.১ ওভারে মাত্র ৮৪ রানে অল-আউট হয়ে যায়। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এটিই সব থেকে কম রানের ইনিংস।
এর আগে টি-২০ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে একবার মাত্র ১০০-র কম রানে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সালে সুরাটের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৯৮ রানে আটকে যায়। সুতরাং, সেই রেকর্ড ভেঙে এবার আরও বড়সড় লজ্জার মুখে পড়ল দক্ষিণ আফ্রিকা।
তাজমিন ব্রিটস দলের হয়ে সব থেকে বেশি ২০ রান করেন। ২৩ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। ৮ বলে ১০ রান করেন মারিজান কাপ। মারেন ২টি চার। ১৪ বলে ১৭ রান করেন অ্যানেক বোশ। তিনিও ২টি চার মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ক্যাপ্টেন লরা উলভার্ট ৯ রান করে মাঠ ছাড়েন।
পূজা বস্ত্রকার ৩.১ ওভারে ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের এটিই সর্বকালের সেরা পারফর্ম্যান্স। রাধা যাদব ৩ ওভারে ১টি মেডেন-সহ ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট সংগ্রহ করেন। ১টি করে উইকেট নেন অরুদ্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল ও দীপ্তি শর্মা।
পালটা ব্যাট করতে নেমে ভারত ১০.৫ ওভারে বিনা উইকেটে ৮৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫৫ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছাড়া ভারত এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে ১০ উইকেটের ব্যবধানে। ২০১৯ সালে গ্রস আইলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার এমন কৃতিত্ব অর্জন করে ভারতের মহিলা ক্রিকেট দল।
আরও পড়ুন:- ICC POTM Award: ভারতের যে ৮ জন ক্রিকেটার 'প্লেয়ার অফ দ্য মনথ' পুরস্কার জিতেছেন
স্মৃতি মন্ধনা ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। ২৫ বলে ২৭ রান করে নট-আউট থাকেন শেফালি বর্মা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পূজা। সাকুল্যে ৮টি উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ভারতের মহিলা ক্রিকেট দল। পরে একমাত্র টেস্টেও দাপুটে জয় তুলে নেন হরমনপ্রীত কৌররা। তবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানে ভারতীয় দল। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে যায়। তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ জিতে ভারত সিরিজ বাঁচিয়ে নেয়। টি-২০ সিরিজ শেষ হয় ১-১ সমতায়।