ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন প্রায় এক দশক পর হয়েছিল। বহু প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। তবে এটি হতাশার মধ্য দিয়েই শেষ হয়েছিল। কারণ মুম্বই বি.কে.সি. গ্রাউন্ডে জম্মু ও কাশ্মীরের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়। ২০১৫ সালের পর প্রথমবার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। এই ম্যাচে তাঁর ব্যাট থেকে বড় রান দেখতে পাওয়া যায়নি। তবে তাঁর উপস্থিতি মাঠে অন্যরকম উত্তেজনা তৈরি করেছিল।
ফর্মে না থাকলেও ভারতীয় অধিনায়কের প্রতি রোহিত শর্মার সতীর্থদের ভালোবাসা ও সম্মান অটুট ছিল। ম্যাচের পর, মুম্বইয়ের পেসার মোহিত অবস্থি নিজের ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি রোহিতের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।
আরও পড়ুন… Australian Open 2025: নোভাক জকোভিচের চোট নিয়ে প্রশ্ন তুললেন রাফায়েল নাদালের প্রাক্তন কোচ
মোহিত অবস্থি লিখেছেন, ‘যে দিন থেকে ক্রিকেট শুরু করেছি, সেই সময় থেকে আজ পর্যন্ত যাঁকে দেখে সবসময় মুগ্ধ হয়েছি এবং অনেক কিছু শিখেছি তিনি হলেন রোহিত শর্মা। আপনার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। ভবিষ্যতে আরও এমন মুহূর্তের অপেক্ষায় আছি। সর্বকালের প্রিয় রোহিত শর্মা।’
আরও পড়ুন… SL vs AUS 1st Test Day 1: গাভাসকর-লারাকে টপকালেন! ব্যাট হাতে গলে একাধিক নজির গড়লেন স্টিভ স্মিথ
টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক ফর্মহীনতার মধ্য দিয়ে যাওয়া রোহিত শর্মা তাঁর রঞ্জি প্রত্যাবর্তনেও নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ১৯ বলে মাত্র ৩ রান করে আউট হন, আর দ্বিতীয় ইনিংসে ২৮ রান করার পর আশা জাগালেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তাঁর টেস্ট ওপেনিং পার্টনার যশস্বী জসওয়ালও বাজে পারফরম্যান্স করেন। যশস্বী জসওয়াল দুই ইনিংসে যথাক্রমে ৪ ও ২৬ রান করেন।
মুম্বইয়ের ব্যাটিং দুর্বলতা আরও প্রকট হয়, কারণ অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে ও শ্রেয়স আইয়ারও ব্যর্থ হয়েছিলেন। তাঁদের সম্মিলিত ব্যর্থতায় মুম্বই ২০১৪ সালের পর আবারও ঘরের মাঠে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে হারের স্বাদ পায়। এই হারের ফলে মুম্বইয়ের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বিপদের মুখে পড়েছে।
জম্মু ও কাশ্মীর এখন ছয় ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে রয়েছে এবং শেষ ম্যাচে বরোদার বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট পেলেই তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে। জটিল অঙ্কের মধ্যে রয়েছে মুম্বই।