ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনই ভারত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। এর মাঝে এক চিলতে সলতের মতো জ্বলছেন কেএল রাহুলই। ভারতের বাকি ব্যাটারদের মতো কেএল রাহুলকে আউট করতে না পেরে, অন্য পথ বেছে নেন প্রোটিয়া তারকা মার্কো জানসেন। সম্ভবত রাহুলকে স্লেজিং করে তাঁর মনোযোগ নষ্ট করতে চেয়েছিলেন জানসেন। যে কাজে তিনি অবশ্য সফল হননি।
প্রথম দিনের শেষ সেশন চলাকালীন ঘটনাটি ঘটে। ম্যাচের প্রথম ইনিংসের ৪৫তম ওভারের খেলা চলছিল তখন, দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মার্কো জানসেন বল করছিলেন। তার আগেই জানসেনকে ৩৯তম ওভারে রাহুল ২টি চার মেরেছিলেন। এবং ৪৫তম ওভারের প্রথম বলেই একটি ছক্কা হাঁকান রাহুল। এর পরেই মেজাজ হারিয়ে রাহুলের দিকে আঙুল উঁচিয়ে এগিয়ে যান জানসেন। রাহুল পাল্টা জবাবও দিয়েছেন জানসেনকে। তবে পুরোটাই গান্ধীগিরির নীতি মেনে করেছেন জানসেন। এতে আরও চটে যান জানসেন।
আরও পড়ুন: পিচ শুকনো করতে হেয়ার ড্রায়ারের ব্যবহার- সেঞ্চুরিয়নে ঘটল অবাক করার মতো ঘটনা
আসলে রাহুল বুঝতে পেরেছিলেন, মেজাজ হারানোর ছলে জানসেন তাঁকে তাতাতে চাইছেন। তাই সেই স্লেজিংকে পাত্তা না দিয়ে বরং হাসিমুখে এর জবাব দেন। রাহুল হাসিমুখে এর জবাব দিলে জানসেন আর কিছু না বলে বল করতে চলে যান। পুরো পরিস্থিতি তিনি খুব সুন্দর ভাবে সামলে নেন। তাঁর জায়গায় যদি বিরাট কোহলি বা শার্দুল ঠাকুর থাকতেন, তবে হয়তো অন্য রকম প্রতিক্রিয়া দেখাতেন। রাহুলই মনোসংযোগ ধরে রেখেছিলেন এবং মেজাজ হারাননি। তাঁর গান্ধীগিরিতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এবং জানসেন আর কোনও সুযোগ পাননি।
মধ্যাহ্নভোজের বিরতির পরে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার আউট হয়ে গেলে, ভারতের ইনিংসকে সামলানোর দায়িত্ব পড়ে রাহুল ও শার্দুল ঠাকুরের কাঁধে। রাহুল সাবলীল ব্যাট করছিলেন। মারার বল মারছিলেন। ছাড়ার বল ছাড়ছিলেন। শার্দুলও ইতিবাচক ব্যাট করছিলেন। কিন্তু শার্দুল বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ২৪ রান করে আউট হয়ে যান তিবি। রাহুল অবশ্য দিনের শেষে ৭০ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: রাবাডা মানেই কেঁপে ওঠেন হিটম্যান, প্রোটিয়া বোলারই সর্বোচ্চ বার আউট করেছেন রোহিতকে
তবে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। টেস্টের প্রথম দিনই কার্যত ল্যাজেগোবরে দশা হয় টিম ইন্ডিয়ার। প্রোটিয়া পেসারদের আগুনে বাউন্সে তাসের ঘরের মতোই হুড়মুড় করে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। প্রথম তিন ব্যাটার- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের স্কোর যথাক্রমে ৫, ১৭, ২।