Kolkata Knight Riders vs Punjab Kings, IPL 2024: আইপিএল ২০২৪-এ নিজেদের প্রথম ৭ ম্যাচে ৫টি জয় তুলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স ইডেনে পঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার আগে লিগ টেবিলের সুবিধাজনক পরিস্থিতিতে ছিল। অন্যদিকে পঞ্জাব তাদের প্রথম ৮ ম্যাচে জিতেছিল মোটে ২টি ম্যাচ। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা কেকেআর নিজেদের ডেরায় পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের দৌড়ে এক পা এগিয়ে রাখতে মরিয়া ছিল। শেষমেশ সেটা সম্ভব হয়নি। তবে ম্যাচের আগে লিগ টেবিলের ৯ নম্বরে থাকা পঞ্জাবের সামনে নাইট রাইডার্সকে হারিয়ে মুম্বইকে টপকানোর সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগায় তারা। কেকেআরের বিরুদ্ধে জয়ের পরে মুম্বইকে টপলে লিগ টেবিলের ৮ নম্বরে উঠে আসে পঞ্জাব কিংস।
KKR vs PBKS Live Score: শেষ হল কেকেআর বনাম পঞ্জাব ম্যাচের লাইভ ব্লগ
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৪-এর ৪২তম লিগ ম্যাচের লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে। এছাড়া আইপিএল সংক্রান্ত যাবতীয় খবর, স্কোর আপডেট, তথ্য-পরিসংখ্যানের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
KKR vs PBKS Live Score: ম্য়াচের সেরা বেয়ারস্টো
৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ১০৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পঞ্জাব কিংসের ব্রিটিশ ওপেনার জনি বেয়ারস্টো।
KKR vs PBKS Live Score: সব থেকে বেশি রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড পঞ্জাবের
শুধু আইপিএলের ইতিহাসেই নয়, বরং টি-২০ ক্রিকেটের সার্বিক ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড গড়ল পঞ্জাব কিংস। ইডেনে কেকেআরের ৬ উইকেটে ২৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ১৮.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬২ রান সংগ্রহ করে নেয় পঞ্জাব। ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব কিংস। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। তিনি ৮টি চার ও ৯টি ছক্কা মারেন। ২৮ বলে ৬৮ রান করে নট-আউট থাকেন শশাঙ্ক সিং। তিনি ২টি চার ও ৮টি ছক্কা মারেন। রমনদীপ ৪টি বল করে ৯ রান খরচ করেন।
KKR vs PBKS Live Score: ২৩ বলে হাফ-সেঞ্চুরি শশাঙ্কের
১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে হাফ-সেঞ্চুরি করেন শশাঙ্ক সিং। ১৮তম ওভারে হর্ষিত রানার বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন শশাঙ্ক সিং। ১টি ছক্কা হাঁকান জনি বেয়ারস্টো। ওভারে ২৫ রান ওঠে। ১৮ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ২ উইকেটে ২৫৩ রান। শশাঙ্ক ৬০ রানে ব্যাট করছেন। ১০৭ রান করেছেন জনি বেয়ারস্টো। ৪ ওভারে ৬১ রান খরচ করেছেন হর্ষিত রানা।
KKR vs PBKS Live Score: চামিরাকে ৩টি ছক্কা শশাঙ্কের
১৭তম ওভারে দুষ্মন্ত চামিরার বলে ৩টি ছক্কা মারেন শশাঙ্ক সিং। ওভারে ১৮ রান ওঠে। ১৭ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ২ উইকেটে ২২৮ রান। জিততে শেষ ৩ ওভারে পঞ্জাবের দরকার ৩৪ রান। শশাঙ্ক ৪৩ রানে ব্যাট করছেন। ২১ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। ৩ ওভারে ৪৮ রান খরচ করেছেন চামিরা। ১০০ রানে ব্যাট করছেন বেয়ারস্টো।
KKR vs PBKS Live Score: ৪৫ বলে শতরান বেয়ারস্টোর
৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ধ্বংসাত্মক শতরান করেন জনি বেয়ারস্টো। ১৬তম ওভারে হর্ষিত রানা ৯ রান খরচ করেন। ১টি চার মারেন শশাঙ্ক। ১৬ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ২১০ রান। বেয়ারস্টো ১০০ রানে ব্যাট করছেন। ২৫ রানে ব্যাট করছেন শশাঙ্ক সিং। হর্ষিত ৩ ওভারে ৩৬ রান খরচ করেছেন। আরও পড়ুন:- শূন্য রানে ৭ উইকেট, T20I-তে বিশ্বরেকর্ড, সেরা ৫ বোলিং পারফর্ম্যান্সে চোখ রাখুন
KKR vs PBKS Live Score: ২০০ টপকাল পঞ্জাব
১৫তম ওভারে সুনীল নারিন মাত্র ৫ রান খরচ করেন। ১৫ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ২ উইকেটে ২০১ রান। জিততে শেষ ৫ ওভারে তাদের দরকার ৬১ রান। বেয়ারস্টো ৯৭ রানে ব্যাট করছেন। ৪২ বলের মারকাটারি ইনিংসে তিনি ৮টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৯ রান করেছেন শশাঙ্ক সিং। নারিন ৪ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
KKR vs PBKS Live Score: বরুণের ওভারে জোড়া ছক্কা শশাঙ্কের
১৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ১৯৬ রান। বরুণ চক্রবর্তীর ওভারে ২টি ছক্কা মারেন শশাঙ্ক সিং। ওভারে ১৭ রান ওঠে। ৯৪ রানে ব্যাট করছেন জনি বেয়ারস্টো। ১৭ রানে ব্যাট করছেন শশাঙ্ক। বরুণ ৩ ওভারে ৪৬ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
KKR vs PBKS Live Score: রসউকে ফেরালেন নারিন
১২.৩ ওভারে সুনীল নারিনের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন রিলি রসউ। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন প্রোটিয়া তারকা। পঞ্জাব ১৭৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শশাঙ্ক সিং। ওভারে ৬ রান ওঠে। ১৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ১৭৯ রান। বেয়ারস্টো ৯৩ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন সুনীল নারিন।
KKR vs PBKS Live Score: রাসেলের ওভারে ৩টি ছক্কা
১২তম ওভারে আন্দ্রে রাসেলের বলে ১টি ছক্কা মারেন রিলি রসউ। ২টি ছক্কা মারেন জনি বেয়ারস্টো। ওভারে ২৪ রান ওঠে। ১২ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ১৭৩ রান। ৩৭ বলে ৮৮ রান করেছেন জনি বেয়ারস্টো। মেরেছেন ৭টি চার ও ৮টি ছক্কা। ১৫ বলে ২৬ রান করেছেন রিলি রসউ। তিনি ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। রাসেল ২ ওভারে ৩৬ রান খরচ করেছেন
KKR vs PBKS Live Score: বরুণের ওভারে ১৭ রান
১১তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন জনি বেয়ারস্টো। ওভারে ১৭ রান ওঠে। পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ১৪৯ রান। ৭৩ রানে ব্যাট করছেন বেয়ারস্টো। ৩৩ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। ১৯ রানে ব্যাট করছেন রিলি রসউ। ১৩ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। বরুণ ২ ওভারে ২৯ রান খরচ করেছেন।
KKR vs PBKS Live Score: ১০ ওভারে ১৩০ দরকার পঞ্জাবের
দশম ওভারে আন্দ্রে রাসেলের বলে ১টি চার মারেন বেয়ারস্টো। ১টি ছক্কা হাঁকান রিলি। ওভারে ১২ রান ওঠে। ১০ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ১৩২ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১৩০ রান। বেয়ারস্টো ৫৭ রানে ব্যাট করছেন। ১৮ রান করেছেন রিলি রসউ।
KKR vs PBKS Live Score: ২৩ বলে হাফ-সেঞ্চুরি বেয়ারস্টোর
৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জনি বেয়ারস্টো। নবম ওভারে ১২ রান খরচ করেন বরুণ চক্রবর্তী। ৯ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ১২০ রান। ৫২ রানে ব্যাট করছেন বেয়ারস্টো। ১১ রান করেছেন রিলি রসউ।
KKR vs PBKS Live Score: ১০০ টপকাল পঞ্জাব কিংস
অষ্টম ওভারে হর্ষিত রানার বলে ১টি ছক্কা মারেন জনি বেয়ারস্টো। ১টি চার মারেন রিলি রসউ। ওভারে ১৪ রান ওঠে। ৮ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ১০৮ রান। ২১ বলে ৪৪ রান করেছেন জনি বেয়ারস্টো। মেরেছেন ৫টি চার ও ৩টি ছক্কা। ৭ বলে ৭ রান করেছেন রিলি রসউ। ২ ওভারে ২৭ রান খরচ করেছেন হর্ষিত রানা।
KKR vs PBKS Live Score: নারিনের ওভারে ১ রান
পাওয়ার প্লে-র পরেই ম্যাচে ফেরার কাজ শুরু কেকেআরের। সপ্তম ওভারে বল করতে এসে মাত্র ১ রান খরচ করেন সুনীল নারিন। ৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৯৪ রান। ২ ওভারে ১৩ রান খরচ করেছেন সুনীল নারিন।
KKR vs PBKS Live Score: রান-আউটে থামল প্রভসিমরনের ঝড়
দুর্ভাগ্যজনক রান-আউটে থামল প্রভসিমরনের ঝড়। ষষ্ঠ ওভারে অনুকূল রায়ের বলে ৩টি চার ও ২টি ছক্কা মারেন জনি বেয়ারস্টো। ৫.৬ ওভারে নারিনের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন প্রভসিমরন। ২০ বলে ৫৪ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ৫টি ছক্কা। পঞ্জাব ৯৩ রানে ১ উইকেট হারায়। ১৬ বলে ৩৬ রান করেছেন জনি বেয়ারস্টো। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ব্যাট করতে নামেন রিলি রসউ। অনুকূল ২ ওভারে ৩৬ রান খরচ করেছেন।
KKR vs PBKS Live Score: ১৮ বলে হাফ-সেঞ্চুরি প্রভসিমরনের
৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন প্রভসিমরন সিং। পঞ্চম ওভারে সুনীল নারিনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন প্রভসিমরন সিং। ওভারে ১২ রান ওঠে। ৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৬৯ রান। প্রভসিমরন ৫৪ ও বেয়ারস্টো ১২ রানে ব্যাট করছেন।
KKR vs PBKS Live Score: ৫০ টপকাল পঞ্জাব কিংস
শুক্রবার ইডেনে ৩.৫ ওভারে ৫০ টপকায় কেকেআর। পঞ্জাব ৫০ টপকে যায় ৩.৩ ওভারে। চতুর্থ ওভারে অনুকূল রায়ের বলে ১টি চার মারেন বেয়ারস্টো এবং ১টি চার মারেন প্রভসিমরন। ওভারে ১২ রান ওঠে। ৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। ৪৩ রানে ব্যাট করছেন প্রভসিমরন। ১১ রান করেছেন বেয়ারস্টো। অনুকূল বেঙ্কটেশ আইয়ারের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন
KKR vs PBKS Live Score: চামিরার ওভারে ২৪ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন দুষ্মন্ত চামিরা। তাঁর ওভারে ২টি ছক্কা ও ২টি চার মারেন প্রভসিমরন সিং। ওভারে ২৩ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৪৫ রান। ১৩ বলে ৩৬ রান করেছেন প্রভসিমরন। মেরেছেন ২টি চার ও ৪টি ছক্কা। ২ ওভারে ৩০ রান খরচ করেছেন চামিরা।
KKR vs PBKS Live Score: হর্ষিতকে জোড়া ছক্কা প্রভসিমরনের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। ওভারে ২টি ছক্কা মারেন প্রভসিমরন সিং। ১৪ রান ওঠে দ্বিতীয় ওভারে। ২ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে ২২ রান। প্রভসিমরন ১৪ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন জনি বেয়ারস্টো
KKR vs PBKS Live Score: রান তাড়া শুরু পঞ্জাবের
জনি বেয়ারস্টোর সঙ্গে পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন প্রভসিমরন সিং। আর্শদীপ সিংয়ের ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে ব্যাট করতে নামেন প্রভসিমরন। কলকাতার হয়ে বোলিং শুরু করেন দুষ্মন্ত চামিরা। চতুর্থ বলে চার মারেন বেয়ারস্টো। প্রথম ওভারে ৮ রান সংগ্রহ করে পঞ্জাব। ৬ রানে ব্যাট করছেন বেয়ারস্টো।
KKR vs PBKS Live Score: ২৬০ টপকে বিরাট ইনিংস কেকেআরের
শেষ ওভারে ১২ রান ওঠে। ইনিংসের শেষ বলে রান-আউট হন বেঙ্কটেশ আইয়ার। ২৩ বলে ৩৯ রান করেন বেঙ্কটেশ। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬১ রান তোলে। সুতরাং, জিততে পঞ্জাব কিংসের দরকার ২৬২ রান। রমনদীপ ৩ বলে ৬ রান করে অফরাজিত থাকেন। হার্ষাল প্যাটেল ৩ ওভারে ৪৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
KKR vs PBKS Live Score: রিঙ্কু সিং আউট
১৯.২ ওভারে হার্ষাল প্যাটেলের বলে আশুতোষ শর্মার হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ৪ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। কলকাতা নাইট রাইডার্স দলগত ২৫৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রমনদীপ সিং। তিনি মাঠে নেমেই ছক্কা মেরে খাতা খোলেন।
KKR vs PBKS Live Score: শ্রেয়সকে ফেরালেন আর্শদীপ
১৮.৩ ওভারে আর্শদীপের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে কাগিসো রাবাদার হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১০ বলে ২৮ রান করেন নাইট দলনায়ক। মারেন ১টি চার ও ৩টি ছক্ক। কেকেআর ২৪৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। ১৯ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ২৪৯ রান। ৩৯ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ। আর্শদীপ ৪ ওভারে ৪৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
KKR vs PBKS Live Score: ব্যাট চালাচ্ছেন শ্রেয়স
১৮তম ওভারে স্যাম কারানের বলে ১টি চার ও ৩টি ছক্কা মারেন শ্রেয়স আইয়ার। ওভারে ২৪ রান ওঠে। ১৮ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ২৩৯ রান। ৯ বলে ২৮ রান করেছেন শ্রেয়স। ১৯ বলে ৩০ রান করেছেন বেঙ্কটেশ। কারান ৪ ওভারে ৬০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
KKR vs PBKS Live Score: রাবাদার ওভারে ৯ রান
১৭তম ওভারে ৯ রান খরচ করেন কাগিসো রাবাদা। ওভারে ১টি চার মারেন বেঙ্কটেশ আইয়ার। ১৭ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ২১৫ রান। ২৯ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ আইয়ার। ৪ বলে ৫ রান করেছেন শ্রেয়স। রাবাদা ৩ ওভারে ৫২ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
KKR vs PBKS Live Score: জীবনদান পাওয়ার পরের বলেই আউট রাসেল
১৫.২ ওভারে আর্শদীপ সিংয়ের বলে আন্দ্রে রাসেলের ক্যাচ ছাড়েন কিপার জিতেশ শর্মা। সেই বলে বাউন্ডারি পেয়ে যান দ্রে রাস। তবে ঠিক তার পরের বলেই আউট হয়ে বসেন রাসেল। ১৫.৩ ওভারে আর্শদীপের বলে হার্ষাল প্যাটেলের হাতে ধরা পড়েন ক্যারিবিয়ান তারকা। ১২ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন রাসেল। মারেন ২টি চার ও ২টি ছক্কা। কলকাতা ২০৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ২০৬ রান। বেঙ্কটেশ ২২ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। আরও পড়ুন:- ঠিক যেন রূপকথার গল্প! চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20 বিশ্বকাপের কোয়ালিফায়ারে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে
KKR vs PBKS Live Score: হরপ্রীতের ওভারে জোড়া ছক্কা
১৫তম ওভারে হরপ্রীত ব্রারের বলে ১টি ছক্কা মারেন রাসেল এবং ১টি ছক্কা হাঁকান বেঙ্কটেশ। ওভারে ১৪ রান ওঠে। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইতকেটে ১৯০ রান। রাসেল ১৪ ও বেঙ্কটেশ ২২ রানে ব্যাট করছেন। হরপ্রীত ২ ওভারে ২১ রান খরচ করেছেন।
KKR vs PBKS Live Score: চাহারের বোলিং কোটা শেষ
১৪তম ওভারে ৭ রান খরচ করেন রাহুল চাহার। ১৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ১৭৬ রান। বেঙ্কটেশ ১৫ রানে ব্যাট করছেন। ৭ রানে ব্যাট করছেন রাসেল। চাহার ৪ ওভারে ৩৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
KKR vs PBKS Live Score: ফিল সল্ট আউট
১৩তম ওভারে স্যাম কারানের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন ফিল সল্ট। ১২.৩ ওভারে কারানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৭৫ রান করে সাজঘরে ফেরেন সল্ট। কলকাতা ১৬৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। তিনি ওভারের পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে ১৬৯ রান। ৩ ওভারে ৩৬ রান খরচ করে ১টি উইকেট নেন স্যাম কারান।
KKR vs PBKS Live Score: দেড়শো টপকাল কলকাতা
১২তম ওভারে হরপ্রীত ব্রার মাত্র ৭ রান খরচ করেন। ১২ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১ উইকেটে ১৫১ রান। সল্ট ৬৩ রানে ব্যাট করছেন। ৯ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ আইয়ার। হরপ্রীত নিজের প্রথম ওভারে হাত খোলার সুযোগ দেননি কেকেআর ব্যাটারদের।
KKR vs PBKS Live Score: নারিনকে ফেরালেন রাহুল চাহার
১০.২ ওভারে রাহুল চাহারের বলে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন সুনীল নারিন। ৩২ বলে ৭১ রান করেন নারিন। তিনি ৯টি চার ও ৪টি ছক্কা মারেন। ১৩৮ রানে ১ উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার। তিনি ওভারের চতুর্থ বলে চার মেরে খাতা খোলেন। ১১ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ১৪৪ রান। ৬১ রানে ব্যাট করছেন সল্ট। ৩ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন রাহুল চাহার।
KKR vs PBKS Live Score: ১০ ওভারে ১৩৭ কেকেআর
দশম ওভারে হার্ষাল প্যাটেলের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সুনীল নারিন। ১টি ছক্কা হাঁকান হার্ষাল প্যাটেল। ওভারে মোট ১৯ রান ওঠে। ১০ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর বিনা উইকেটে ১৩৭ রান। ৭১ রানে ব্যাট করছেন নারিন। ৫৯ রান করেছেন ফিল সল্ট। ২ ওভারে ৩৭ রান খরচ করেছেন হার্ষাল প্যাটেল
KKR vs PBKS Live Score: ২৫ বলে হাফ-সেঞ্চুরি সল্টের
৮.১ ওভারে রাহুল চাহারের বলে ছক্কা মারেন সুনীল নারিন। ৮.২ ওভারে চাহারের বলে নারিনকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান নারিন। ওভারের চতুর্থ বলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফিল সল্ট। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান তিনি। ওভারে ১৩ রান ওঠে। ৮ ওভার শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১১৮ রান। নারিন ৬০ ও সল্ট ৫২ রানে ব্যাট করছেন। চাহার ২ ওভারে ২০ রান খরচ করেছেন। আরও পড়ুন:- India T20 World Cup Squad: হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের
KKR vs PBKS Live Score: ২৩ বলে হাফ-সেঞ্চুরি নারিনের
৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সুনীল নারিন। কাগিসো রাবাদার ওভারে ২টি চার মারেন নারিন। ১টি চার ও ১টি ছক্কা মারেন ফিল সল্ট। ওভারে ২২ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ১০৫ রান। নারিন ৫৩ রানে ব্যাট করছেন। ৪৬ রান করেছেন সল্ট। রাবাদা ২ ওভারে ৪৩ রান খরচ করেছেন।
KKR vs PBKS Live Score: ফের ক্যাচ পড়ল ফিল সল্টের
২ ওভারে দু'বার জীবনদান পেলেন ফিল সল্ট। ৬.৫ ওভারে রাহুল চাহারের বলে ফিল সল্টের ক্যাচ মিস করেন কাগিসো রাবাদা। সল্ট তখন ৩৫ রানে ব্যাট করছিলেন। ওভারে মোট ৭ রান ওঠে। ৭ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর বিনা উইকেটে৮৩ রান। ৪৪ রানে ব্যাট করছেন সুনীল নারিন। ৩৬ রানে ব্যাট করছেন ফিল সল্ট।
KKR vs PBKS Live Score: জীবনদান পেলেন ফিল সল্ট
সুনীল নারিনের পরে এবার জীবনদান পেলেন ফিল সল্ট। ৫.৪ ওভারে আর্শদীপ সিংয়ের বলে সল্টের নিতান্ত সহজ ক্যাচ ছাড়েন পঞ্জাব দলনায়ক স্যাম কারান। সল্ট তখন ৩৪ রানে ব্যাট করছিলেন। আর্শদীপের ওভারে ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর বিনা উইকেটে ৭৬ রান। ১৫ বলে ৩৮ রান করেছেন সুনীল নারিন। ২১ বলে ৩৫ রান করেছেন ফিল সল্ট। আর্শদীপ ২ ওভারে ১৯ রান খরচ করেছেন
KKR vs PBKS Live Score: কারানের ওভারে ১১ রান
পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন পঞ্জাব দলনায়ক স্যাম কারান। তাঁর ওভারে ১টি চার মারেন ফিল সল্ট এবং ১টি চার মারেন সুনীল নারিন। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর বিনা উইকেটে ৭০ রান। নারিন ৩৭ ও সল্ট ৩০ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১৮ রান খরচ করেছেন কারান।
KKR vs PBKS Live Score: ৫০ টপকাল নাইট রাইডার্স
৩.৫ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় কলকাতা নাইট রাইডার্স। চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে ১টি চার মারেন সুনীল নারিন। ২টি চার ও ১টি ছক্কা মারেন সুনীল নারিন। ওভারে মোট ২১ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৫৯ রান। ৩২ রানে ব্যাট করছেন নারিন। ১২ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৪ রান করেছেন ফিল সল্ট।
KKR vs PBKS Live Score: জীবনদান পেলেন নারিন
২.২ ওভারে হার্ষাল প্যাটেলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সুনীল নারিনের সহজ ক্যাচ ছাড়েন হরপ্রীত। নারিন তখন ১৬ রানে ব্যাট করছিলেন। ওভারে ২টি ছক্কা ও ১টি চার মারেন ফিল সল্ট। ওভারে মোট ১৮ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৩৮ রান। সল্ট ১৯ ও নারিন ১৭ রানে ব্যাট করছেন।
KKR vs PBKS Live Score: আর্শদীপের ওভারে চার-ছক্কা
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। চতুর্থ বলে ছক্কা মারেন সুনীল নারিন। জোড়া ওয়াইডের পরে পঞ্চম বলে চার মারেন সুনীল। ওভারে ১৩ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর বিনা উইকেটে ২০ রান। নারিন ১৬ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন সল্ট।
KKR vs PBKS Live Score: নারিনের বাউন্ডারিতে ম্যাচ শুরু
ফিল সল্টকে নিয়ে যথারীতি কেকেআর ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সুনীল নারিন। পঞ্জাবের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন ক্যাপ্টেন স্যাম কারান। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন সল্ট। তৃতীয় বলে চার মারেন সুনীল নারিন। শেষ বলে ২ রান নেন তিনি। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তোলে কলকাতা নাইট রাইডার্স।
KKR vs PBKS Live Score: পঞ্জাব কিংসের প্রথম একাদশ
স্যাম কারান (ইংল্যান্ড, ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), রিলি রসউ (দক্ষিণ আফ্রিকা), জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হার্ষাল প্যাটেল, কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), রাহুল চাহার ও আর্শদীপ সিং। পঞ্জাব কিংসের ইমপ্যাক্ট পরিবর্ত- প্রভসিমরন সিং, ঋষি ধাওয়ান, বিদ্বথ কাভেরাপ্পা, শিবম সিং ও প্রিন্স চৌধরী।
KKR vs PBKS Live Score: কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ
ফিল সল্ট (ইংল্যান্ড, উইকেটকিপার), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), রমনদীপ সিং, দুষ্মন্ত চামিরা (শ্রীলঙ্কা), বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্সের ইমপ্যাক্ট পরিবর্ত- অনুকূল রায়, সূয়াশ শর্মা, মণীশ পান্ডে, রহমানউল্লাহ গুরবাজ ও বৈভব আরোর
KKR vs PBKS Live Score: টস হারল কেকেআর
ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে পঞ্জাব দলনায়ক স্যাম কারান শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কলকাতাকে। সুতরাং, ইডেনে রান তাড়া করবে পঞ্জাব। টস হেরে শুরুতে ব্যাট করতে বাধ্য হচ্ছেন শ্রেয়সরা। কলকাতা এই ম্যাচে মিচেল স্টার্কের বদলে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় দুষ্মন্ত চামিরাকে। স্টার্কের বাদ পড়ার পিছনে একটি কারণও দেখিয়েছেন শ্রেয়স। টসের পরে আইয়ার জানান যে, স্টার্কের আঙুল একটু কেটে গিয়েছে। তাই তিনি মাঠে নামতে পারছেন না। তবে বিশেষজ্ঞদের দাবি, স্টার্কের বাদ পড়া কার্যত নিশ্চিত ছিল।
KKR vs PBKS Live Score: মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস ৩২টি ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। ২১টি ম্যাচ জিতেছে কেকেআর। ১১টি ম্যাচ জিতেছে পঞ্জাব। সুতরাং, মুখোমুখি সাক্ষাতে কেকেআর বিস্তর এগিয়ে রয়েছে পঞ্জাবের থেকে। ইডেনে মোট ১২টি ম্যাচে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়েছে দু'দল। ৯টি ম্যাচ জিতেছে হোম টিম অর্থাৎ নাইট রাইডার্স। ইডেনে কেকেআরের বিরুদ্ধে ৩টি ম্যাচ জিতেছে পঞ্জাব কিংস
KKR vs PBKS Live Score: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত
হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর ৪২ তম লিগ ম্যাচে সম্মুখসমরে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সএখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে দু'বার। অন্যদিকে পঞ্জাব কিংস এখনও আইপিএলের ট্রফি হাতে তুলতে পারেনি। এখন দেখার যে, শুক্রবার টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হাসে কারা।