ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারলেও একটি মাত্র টেস্ট ম্যাচ জিতে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোটা ম্যাচ জুড়ে ভারতীয় মেয়েরা দাপট দেখিয়েছেন। বিশেষ করে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দীপ্তি শর্মা। প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট। এছাড়াও অনেকেই উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও নজর কেড়েছেন অনেকে। ভারতের এই জয় অবশ্যই স্পেশাল। কিন্তু তাও সাদা বলের তুলনায় মেয়েরা যে টেস্ট ম্যাচ অনেক কম খেলেন তা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতের এই পারফরম্যান্স মনে ধরেছে প্রাক্তন ক্রিকেটারদেরও।
বিশেষ করে মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী ভারতীয় দলের ক্রিকেটারদের এই পারফরম্যান্সের জন্য প্রশংসা করলেন। টাটা স্টিল আয়োজিত ২৫কে কলকাতা ম্যারাথনের একটি অনুষ্ঠানে এসে একান্ত সাক্ষাৎকারে ঝুলন গোস্বামী বলেন, 'টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো খেলিনি। এটা যেমন চিন্তার বিষয়, ঠিক তেমনই টেস্টে আমাদের দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে। তবে আগের চেয়ে মেয়েদের ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। এখন আমরা খুব ভালো খেলছি। যে কোনও ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারত। আগামীতে আরও ভালো খেলবে ওরা। অনেক নতুন ক্রিকেটার উঠে এসেছে, তারাও খুব ভালো খেলছে। দীপ্তিও খুব ভালো খেলেছে। এটা খুব ভালো একটা দিক। আশা করব আগামীতে আরও ভালো ক্রিকেট আমরা দেখতে পাব।'
টি-টোয়েন্টি এবং ওডিআইয়ের তুলনায় অনেকটাই কম হয় মেয়েদের টেস্ট ক্রিকেট। ক্রিকেটের এই লম্বা ফরম্যাটের উন্মাদনা ফিরিয়ে আনতে বিশেষ করে মেয়েদের ক্রিকেটে, আরও বেশি টেস্ট ম্যাচ করার কথাও বলেন ঝুলন। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'মেয়েদের ক্রিকেটে বেশিটাই দেখা যায় টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ হতে। কিন্তু সেই তুলনায় টেস্ট ম্যাচের সিরিজ হয় না। লাল বলের ম্যাচের সংখ্যা বাড়াতে হবে। কারণ লাল বলের ম্যাচে ক্রিকেটাররা নিজেদের প্রতিভা তুলে আনতে পারে। কারণ সেখানে অনেকটা সময় থাকে ধরে খেলার জন্য। তাই আমার মনে হয় লাল বলের ক্রিকেট ম্যাচের সংখ্যাও বাড়াতে হবে।'
সদ্য শেষ হওয়া পুরুষদের ওডিআই বিশ্বকাপের ফাইনাল নিয়েও মুখ খোলেন তিনি। প্রাক্তন এই বঙ্গ পেসার বলেন, ‘আমরা সবাই আশায় থাকি বিশ্বকাপ জিতব। চার বছর অপেক্ষা করে থাকতে হয়। কিন্তু ফাইনাল এমন একটা খেলা যেখানে যা কিছু হতে পারে। আগে থেকে কোনও কিছু বলা যায় না। তবে যে দল ফাইনালে ওঠে, সেই দেশের সমর্থকরা অবশ্যই প্রত্যাশা করে বিশ্বকাপ জিতবে। কিন্তু লড়াই টানটান হয়। এবারের ফাইনালেও ঠিক তাই হয়েছে। ভারত লড়াই করেছে। কিন্তু অস্ট্রেলিয়া খুব ভালো খেলায় ওরা জিতেছে। এটা যে কোনও খেলারই একটা অঙ্গ। বিশ্বকাপ জিতলে অনেক ভালো হত। কোথায় কী ভুল হয়েছে, সেই সব নিয়ে এখন আর কাটাছেড়া করে লাভ নেই।’