অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে যেন সাফল্যে মুড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, তেমনই আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচটি শিরোপা জিতিয়েছেন তিনি। সাফল্যের ঝুলি তাঁর একেবারে পরিপূর্ণ। এখন তো তাঁর ক্রিকেট জীবনে সম্পূর্ণ ভাবে ইতি টানার সময় এসে গিয়েছে। তাঁর অবসর এখন ক্রিকেট মহলের কাছে সবচেয়ে বড় আলোচনার বিষয়। এখন শুধু আইপিএল-ই খেলেন ধোনি। আর কবে তিনি আইপিএল থেকে অবসর নেবেন, তা নিয়ে চলছে জোর চর্চা।
এরই মাঝে ছেলেবেলার দিনগুলি সম্পর্কে কিছু বিশেষ ঘটনা শেয়ার করেছেন ধোনি। একটি পডকাস্টে রাজ শামানির সঙ্গে কথা বলার সময়ে, ধোনি রাঁচিতে তাঁর ছোটবেলার স্মৃতিচারণ করেন। তিনি জানান, তাঁর শৈশব খুবই নিয়মানুবর্তিত মধ্যে কেটেছে এবং তিনি তাঁর বাবাকে খুব ভয় পেতেন।
আরও পড়ুন: ব্যাট হাতে প্রভাব ফেলতে না পারলে… CSK-র কিংবদন্তি ধোনির অবসর নিয়ে চাঞ্চল্যকর দাবি PBKS কোচের
‘শৈশবে সেনাবাহিনীর অনুশাসন ছিল’
পডকাস্টে ধোনি বলেছেন, ‘আমরা যখন ছোট ছিলাম, জীবনে কোনও নিরাপত্তাহীনতা ছিল না। আমাদের দিনের পর দিন একই রুটিন ছিল এবং নিরাপত্তাহীনতার কোনও সুযোগও ছিল না। আমি মনে করি না যে, আমরা কোনো বিষয়েই নিরাপত্তাহীনতায় ভুগতাম। সব কিছু একই ছিল, কোনও শো-অফ ছিল না, আশেপাশে কোনো মোবাইল ফোন ছিল না।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের শৈশবে কার্যত সেনাবাহিনীর অনুশাসন ছিল। স্কুলটি কলোনিতে ছিল। ফলে ছোটবেলায় কোনও দুষ্টমি করার সুযোগ ছিল না। আমার শিক্ষকরা আমার বড় ভাইকেও পড়াতেন এবং আমাদের মধ্যে বয়সের ব্যবধান ছিল ১০ বছরের। তাই তারা আক্ষরিক অর্থেই পুরো পরিবারকে চিনতেন। তবে শৈশবের দিনগুলিতে একমাত্র ভালো এবং প্রতিযোগিতামূলক কিছু থেকে থাকলে, সেটা ছিল, কলোনিতে আমাদের খেলা, একদিন হারতাম, তো পরদিন জিততাম।’
আরও পড়ুন: পারফরম্যান্সে লবডঙ্কা, তার উপর বড় শাস্তির কবলে GT-র পেসার, কী দোষ করলেন ইশান্ত?
‘বাবাকে খুব ভয় পেতাম’
বাবার সম্পর্কে ধোনি বলেছেন, ‘আমি আমার বাবাকে খুব ভয় পেতাম। তিনি খুব কঠোর ছিলেন। সর্বদা সময় ধরে চলা, নিয়ম মেনে চলা... এটাই শেখানো হয়েছিল। তিনিন কখনও মারেননি। আমার বন্ধুরা কলোনির দেওয়াল বেয়ে বেয়ে উঠত। কিন্তু আমি কখনও সাহস পাইনি। বাবা যদি দেখতেন, তাহলে আমি শেষ। কখনওই জানতাম না যে, এর পরিণতি কী হতে পারে, কিন্তু তবুও আমি ভয়ে থাকতাম।’