মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। সিএসকের ক্যাপ্টেন হিসেবে বিস্তর নজির গড়েছেন ধোনি। তবে এতদিন আইপিএল যে কাজটি করতে পারেননি মাহি, প্রথমবার চেন্নাইয়ের ক্যাপ্টেন হয়েই সেই কৃতিত্ব অর্জন করেন রুতুরাজ গায়কোয়াড়।
নির্বাসনের ২টি মরশুম বাদ দিলে চেন্নাই সুপার কিংস আইপিএল খেলছে এই নিয়ে ১৫টি মরশুম। গত ১৪টি মরশুমে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন মোটে তিনজন। ধোনি ছাড়া চেন্নাইয়ের গুটিয়েক ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা। রুতুরাজ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেন আইপিএল ২০২৪-এর শুরুতে।
গত ১৪টি মরশুমে চেন্নাইয়ের কোনও ক্যাপ্টেন আইপিএলে সেঞ্চুরি করতে পারেননি। মহেন্দ্র সিং ধোনি শুধু আইপিএলেই নয়, বরং টি-২০ ক্রিকেটেই কখনও সেঞ্চুরি করেননি। রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সুরেশ রায়না আইপিএলে সেঞ্চুরি করেছেন। তবে তিনি চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে শতরান করেননি। অবশেষে চেন্নাইয়ের প্রথম ক্যাপ্টেন হিসেবে আইপিএলে শতরান করার কৃতিত্ব অর্জন করলেন রুতুরাজ গায়কোয়াড়।
আরও পড়ুন:- Mohun Bagan vs Odisha FC ISL Semi-Final: ৩ মিনিটে গোল করেও ম্যাচ হার মোহনবাগানের
মঙ্গলবার চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৭টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান। শেষমেশ ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন রুতুরাজ।
আইপিএলে এটি গায়কোয়াড়ের দ্বিতীয় শতরান। এর আগে ২০২১ সালে চেন্নাইয়ের হয়ে আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত ১০১ রান করেন রুতুরাজ। তখন তিনি সিএসকের ক্যাপ্টেন ছিলেন না।
চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। অজিঙ্কা রাহানেকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রুতুরাজ। রাহানে ১ রানে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন গায়কোয়াড়।
আরও পড়ুন:- ২০২২ T20 বিশ্বকাপ খেলা এই ৬ ভারতীয় তারকার ২০২৪ বিশ্বকাপ থেকে বাদ পড়া নিশ্চিত
চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিবম দুবে। তিনি ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬৬ রান করে মাঠ ছাড়েন।
ডারিল মিচেল ১১ ও রবীন্দ্র জাদেজা ১৬ রান করে আউট হন। ১ বলে চার রান করে নট-আউট থাকেন মহেন্দ্র সিং ধোনি। লখনউয়ের হয়ে ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান ও যশ ঠাকুর।