রবিবার বেঙ্গালুরুতে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট সম্পর্কে প্রতিক্রিয়া জানান। এদিন তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট বর্তমানে অত্যন্ত শক্তিশালী। ধন্যবাদ জানাব তাঁদের যারা প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভা খুঁজে নিয়ে আসছেন।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের অন্যতম কান্ডারি দ্রাবিড় বলেছেন, বর্তমানে শক্তিশালী ক্লাব ক্রিকেট সংস্কৃতি চালু হওয়ায় আগের মতো এখন জাতীয় দলে শুধু শহর কেন্দ্রীক ক্রিকেটারদের আধিপত্য লক্ষ্য করা যায় না।
এদিন রাহুল দ্রাবিড় মাউন্ট জয় ক্রিকেট ক্লাবের ৫০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘আপনি যদি আজ ভারতীয় ক্রিকেটের দিকে তাকান দেখবেন এখন ভারতীয় ক্রিকেট অত্যন্ত শক্তিশালী। তার একটা বড় কারণ হল এখন দেশের সব জায়গা থেকে প্রতিভা উঠে আসছে। আমি মনে করি আপনি যদি জিআর বিশ্বনাথের সময়ে ফিরে যান বা এমনকি যখন আমি খেলতে শুরু করছিলাম, তখন বেশিরভাগ খেলোয়াড় বড় শহর বা সংলগ্ন রাজ্য থেকে আসত’। তিনি আরও বলেন, 'ছোট শহর থেকে যদি কোনও প্রতিভাবান ক্রিকেটার তৈরি হতো তবে তাকে ক্রিকেট খেলতে বড় শহরে আসতে হতো। কিন্তু এখন ভারতীয় ক্রিকেটে সব জায়গা থেকে ছেলেরা উঠে আসছে’।
দ্রাবিড় মনে করেন এর পিছনে ঘরোয়া ক্রিকেটের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে ক্লাব ক্রিকেট অনেক বেশি উন্নত হয়েছে বলেও মনে করেন তিনি। দেশে, বিশেষ করে কর্ণাটকের ক্লাব ক্রিকেট কাঠামোর প্রশংসাও করেন। তিনি বলেন, ‘আমাদের শক্তিশালী হতে ক্লাব দরকার। আমাদের ক্রিকেটকে গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত হলে হবে না। আমাদের সকলের কাছে ক্রিকেটকে পৌঁছে দিতে হবে। শুধুমাত্র দু-এক জায়গায় প্রতিভা থাকে না। আমাদের সবচেয়ে ভালো প্রতিভাবানদের খুঁজে নিয়ে আসতে হলে এটা নিশ্চিত করতে হবে যে সব জায়গায় যেন সঠিক পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা পৌঁছয়’। ৫১ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক এরপর নিজের ক্লাব ক্যারিয়ারের সময়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'অনুশীলনের পরে HAL-এর তরফে আমাদের ২টি ডিম এবং এক ছোট গ্লাস দুধ দেওয়া হতো। আমি সবসময় সেই দুধ এবং সেই ডিমের জন্য অপেক্ষায় থাকতাম। এই জন্য নয় যে আমি দুধ এবং ডিম খেতে ভালোবাসি, আমি অপেক্ষায় থাকতাম কারণ আমি ক্রিকেটের কথা শুনতে চাইতাম এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল এবং বিষয়টা মজার ছিল’।