শুভব্রত মুখার্জি:- ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে কয়েকদিন আগেই ঐতিহাসিক জয় পেয়েছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। এরপরেই দেশের মাটিতে ভারতীয় সিনিয়র মহিলা ক্রিকেট দল, অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ওয়ানডে সিরিজে। ওয়ানডে সিরিজে ভারতীয় দল দুটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। তবে শেষ পর্যন্ত দুটি ম্যাচ হারতে হয়েছে তাদের। পাশাপাশি ওয়ানডে সিরিজও হেরে গিয়েছে তারা। ফলে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ভারতের বিরুদ্ধে টানা নটি সিরিজ জয়ের বিরল নজির গড়ে ফেলেছে অস্ট্রেলিয়া দল। ওয়ানডে সিরিজ হাড্ডাহাড্ডি লড়াই করার পরেও ভারতীয় দলের হারে অন্যতম কারণ তাদের ফিল্ডিং। একাধিক ক্যাচ ড্রপ হয়েছে দুই ম্যাচ মিলিয়ে। আর এই বিষয়টি নিয়ে বলতে গিয়েই হরমনপ্রীতদের ফিল্ডিং এবং ফিটনেসে আরও বেশি করে নজর দেওয়ার কথা বলেছেন দলের হেড কোচ অমল মজুমদার।
ঘটনাচক্রে ভারতীয় দল অজিদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই সাত সাতটি ক্যাচ ফেলেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এই ক্যাচ ফেলার ফলে ম্যাচ ও হারতে হয়েছে ভারতীয় দলকে। দ্বিতীয় ম্যাচে একেবারে তিরে এসে তরী ডুবেছে ভারতীয় দলে। ২৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে তারা থেমে গিয়েছে ২৫৫ রানে। ফলে মাত্র ৩ রানে হারতে হয়েছে ভারতকে। অনবদ্য ৯৬ রানের ইনিংস খেলেও ভারতকে জয় এনে দিতে পারেননি বাঙালি কন্যা রিচা ঘোষ।
দ্বিতীয় ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে অমল মজুমদার জানিয়েছেন, ‘আমরা এই মুহূর্তে দলকে শক্তিশালী করে গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছি। আমরা জানি আমাদের ফিল্ডিং এবং ফিটনেসের উপর আরও বেশি করে কাজ করতে হবে। আরো বেশি নজর দিতে হবে। আমাদের ফিল্ডিং খুব খারাপ হয়েছে এদিন। আমরা প্রায় ছটা (সাতটা ) ক্যাচ ফেলেছি। ম্যাচে এমনটা অনেক সময়েই হয়ে থাকে। এই সমস্যা অস্ট্রেলিয়ারও হয়েছিল। সেটা বলার পরেও এটা বলতে হয় যে আমাদের এই বিষয়ে (ফিল্ডিং) কাজ চলছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে যদি আমরা সময় পাই তাহলে আমরা ফিল্ডিং এবং ফিটনেসে অনেক সময় ব্যয় করব। আমরা দিনের শেষে বলতেই পারি যে মাত্র তিন রানে হেরেছি। কিন্তু ম্যাচটায় ৬০০ বল খেলা হয়েছে। আমাদের সেটাও মাথায় রাখতে হবে। গোটা ম্যাচটা বিশ্লেষণ করতে হবে। হ্যা আমরা তিন রানে ম্যাচ হেরেছি। তবে এই হারের জন্য আমি আলাদা করে কারুর নাম নিতে পারব না।’