পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা ভারতের দুবাইয়ে পুরো টুর্নামেন্ট খেলার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তাদের মতে, এই ব্যবস্থার কারণে ভারত অন্য দলের তুলনায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বেশি সুযোগ পাচ্ছে। এই বিষয় নিয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একাধিক প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলেছিলেন।
তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হিটম্যান বলেন, ‘প্রতিবারই পিচ আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। আমরা এখানে তিনটি ম্যাচ খেলেছি এবং তিনবারই পিচ ভিন্নভাবে আচরণ করেছে। এটি আমাদের ঘরের মাঠ নয়, এটি দুবাই। আমরা এখানে বেশি ম্যাচ খেলি না, তাই এটি আমাদের জন্যও নতুন।’
অ্যাডাপটেশনই মূল চাবিকাঠি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার গুরুত্বও তুলে ধরেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘এখানে চার থেকে পাঁচটি ভিন্ন ধরনের পিচ ব্যবহার করা হচ্ছে। আমি জানি না সেমিফাইনালে কোন পিচে খেলা হবে। তবে যাই হোক না কেন, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে এবং পরিস্থিতি বুঝে খেলতে হবে।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ম্যাচের প্রসঙ্গ টেনে রোহিত বলেন, ‘আমরা দেখেছি, যখন নিউজিল্যান্ডের বোলাররা বল করছিল, তখন সামান্য সুইং পাচ্ছিল। কিন্তু আগের দুই ম্যাচে আমাদের বোলাররা সে রকম সুইং পায়নি। শেষ ম্যাচে তেমন স্পিন দেখা যায়নি, কিন্তু আজ কিছুটা পাওয়া গেছে। অর্থাৎ, প্রতিটি পিচে ভিন্ন কিছু ঘটছে। তাই আমরা জানি না কোনও পিচ কেমন আচরণ করবে।’
আরও পড়ুন … IND vs AUS Live streaming: কখন, কোথায়, কীভাবে দেখবেন CT 2025-র প্রথম সেমিফাইনাল?
প্রস্তুতিতে আগেভাগে দুবাই পৌঁছানো ছিল গুরুত্বপূর্ণ
ভারতীয় দল দুবাইয়ে আগেভাগে পৌঁছানোর কারণে দ্রুত মানিয়ে নিতে সক্ষম হয়েছে বলে মনে করেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ ছিল। সৌভাগ্যবশত, আমরা পাঁচ-ছয় দিন আগে এখানে এসেছি, ভালো অনুশীলন করেছি এবং ICC অ্যাকাডেমির পিচে খেলেছি, যা আসল ম্যাচের পিচের মতোই ছিল। ফলে দ্রুত মানিয়ে নিতে পেরেছি এবং তিনটি ম্যাচেই ভালো খেলেছি।’
আরও পড়ুন … পাবসিলিটির জন্য এসব নোংরা মন্তব্য! রোহিতকে অপমান করায় কংগ্রেস নেত্রীকে তুলোধোনা BCCI-র
বোলারদের জন্য সহায়ক পিচ চান রোহিত শর্মা
ভারতীয় অধিনায়ক এমন পিচ পছন্দ করেন যা বোলারদের সহায়তা করবে। রোহিত বলেন, ‘"যদি পিচে বোলারদের জন্য কিছু থাকে, তাহলে খেলা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আমি এমন উইকেট পছন্দ করি যেখানে চ্যালেঞ্জ থাকে, তা স্পিন হোক বা সিম মুভমেন্ট। ব্যাটসম্যান বনাম বোলার – একটি ভালো প্রতিদ্বন্দ্বিতা হওয়াই গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন … গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি… নেতৃত্ব ছাড়ার পরে জোস বাটলারের রহস্যময় বার্তা
ভারতের স্কোয়াডে পাঁচ স্পিনার রাখার কারণ
রোহিত ব্যাখ্যা করেন কেন ভারতীয় স্কোয়াডে পাঁচজন স্পিনার রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমরা দুবাইয়ের পিচ সম্পর্কে জানার জন্য ILT20 (ইন্টারন্যাশনাল লিগ টি-২০) টুর্নামেন্ট পর্যবেক্ষণ করেছি। তখন থেকেই বুঝেছিলাম, এখানে উইকেট ধীরগতির হতে পারে এবং স্পিনাররা সাহায্য পেতে পারে। এজন্যই আমরা অতিরিক্ত স্পিনার নিয়েছি। যদি অতিরিক্ত ব্যাটসম্যানের প্রয়োজন হয়, তাহলে ঋষভ (পন্ত) তো রয়েছেই।’