শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। গত বছর এশিয়া কাপে চোট পাওয়ার ফলে তার আর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে খেলা হয়নি। কয়েক মাস পরেই আমেরিকা এবং ক্যারিবিয়ানে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। তার আগেই ভারত তাদের শেষ টি-২০ সিরিজ খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে। আর সেই সিরিজেই দ্বিতীয় ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন অক্ষর প্যাটেল। ম্যাচ সেরা হয়ে তাঁর সোজাসাপ্টা বক্তব্য, ‘দারুণ অনুভূতি। সবে মাত্র উপলব্ধি হল আমি ২০০টি টি-২০ উইকেট নিয়েছি। ভারতের হয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করাটা গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: T20I-তে সর্বোচ্চ ডাক করার চেয়ে এক ধাপ দূরে রোহিত, তবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল্ডেন ডাকের লজ্জার নজির হিটম্যানের
এদিন ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পরে অক্ষর প্যাটেল বলেছেন, ‘দারুণ অনুভূতি। আমার সবে মাত্র এই উপলব্ধি হল যে আমি ২০০টি টি-২০ উইকেট নিয়েছি। তবে আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল ভারতের হয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করা। সত্যি বলতে, কয়েক বছর বাদে আমার মনেও থাকবে না যে, আমি কটা উইকেট নিয়েছিলাম। আমি এখন একটু স্লো বল করার চেষ্টা করছি। নিজের লেন্থ বদলে বদলে বল করছি। আমি এই মুহূর্তে এই জিনিসগুলো বেশ ভালো ভাবেই করতে পারছি। আমার এই মুহূর্তে সেই আত্মবিশ্বাসটা রয়েছে যেখানে আমি ম্যাচে যে কোনও সময়ে বোলিং করতে পারি। এমনকী পাওয়ার প্লেতেও বল করতে পারি। টি-২০ ক্রিকেটে বোলার হিসেবে মানসিক প্রস্তুতি খুব জরুরি। ছয় খাওয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে। কারণ ওই এক বলেই আবার আমি উইকেটও নিতে পারি।’
আরও পড়ুন: কেদার যাদবের ১৮২,সেঞ্চুরি হাঁকালেন অঙ্কিত, পবন, ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ৫৪৩ রানের পাহাড় মহারাষ্ট্রের
অক্ষর আরও জানিয়েছেন, ‘আগে কী হত, আমাকে যখন কোনও ব্যাটার আক্রমণ করত, মারত, তখন আমি আমার নিজের পরিকল্পনা বদলে ফেলতাম। কিন্তু এখন আর সেটা করি না। আমি সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ হয়েছি। আমার পরিকল্পনাতেই আমি আটকে থাকি। ব্যাটারদের সুযোগ দিই, আমার বিরুদ্ধে সুযোগ নেওয়ার। কারণ আমি জানি ওরা আমার বিরুদ্ধে আক্রমণাত্মক খেলার যত চেষ্টা করবে, তত বেশি আমার উইকেট নেওয়ার সম্ভাবনা তৈরি হবে।’ এদিন ইন্দোরের ম্যাচে অক্ষর প্যাটেল ৪ ওভার বোলিং করেছেন। দিয়েছেন মাত্র ১৭ রান। নিয়েছেন দু'টি উইকেট। আফগানিস্তান অধিনায়ক ইব্রাহিম জাদরানকে এদিন বোল্ড করে দেন অক্ষর। আফগানিস্তানের হয়ে ম্যাচে সর্বোচ্চ রান করা গুলবাদিন নায়েবকেও আউট করেছেন তিনি। ৫৭ রানে অক্ষরের বলে অধিনায়ক রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন গুলবাদিন। এছাড়াও এদিন ভারতের হয়ে আর্শদীপ সিং তিনটি এবং রবি বিষ্ণোই দু'টি করে উইকেট নিয়েছেন।