রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক অবসরের পর বড় অভিযোগ করলেন ভারতীয় দলের এই স্পিনারের বাবা। অশ্বিনের বাবা রবিচন্দ্রন জানিয়েছেন, তাঁর ছেলেকে অপমান করা হয়েছে। বাবা আরও বলেছিলেন যে সম্ভবত অশ্বিন অবসর নিয়েছেন কারণ তিনি অপমানিত হয়েছিলেন, আর সেটা সহ্য করতে না পেরেই শেষ পর্যন্ত অবসর নিয়েছেন অশ্বিন। বাবা রবিচন্দ্রন বলেছিলেন যে অশ্বিনের অবসর তার কাছেও অবাক করার মতো একটা বিষয়।
ছেলের অবসর নিয়ে মুখ খুললেন অশ্বিনের বাবা-
নিউজ 18-এর সঙ্গে কথা বলার সময়, অশ্বিনের বাবা রবিচন্দ্রন বলেছেন, ‘আমিও শেষ মুহূর্তে তার অবসরের কথা জানতে পেরেছিলাম। আমি জানতাম না তার মনে কী চলছে। একদিকে, আমি তার অবসরে খুশি, কিন্তু অন্য দিকে, তার যেভাবে খেলা উচিত ছিল তাতে আমি অসন্তুষ্ট।’
আরও পড়ুন… হঠাৎ করে কী যে হয়ে গেল- ফের চোট, BGT 2024-25 থেকে ছিটকে গিয়ে মন ভালো নেই জোশ হেজেলউডের
অশ্বিনকে কি অপমান করা হত?
রবিচন্দ্রন অশ্বিনের অপমানের বিষয়ে, রবিচন্দ্রন বলেন, ‘এটা তার অবসর নেওয়ার ইচ্ছা। আমি এতে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু তিনি যেভাবে এটি করেছেন তার অনেক কারণ থাকতে পারে। শুধুমাত্র তিনিই জানেন, এটি একটি অপমানও হতে পারে।’
ও কত সহ্য করবে- কেন এমন বললেন অশ্বিনের বাবা?
তিনি আরও বলেন, ‘স্পষ্টতই এটি একটি আবেগপূর্ণ মুহূর্ত, কারণ তিনি ১৪-১৫ বছর ধরে একটানা খেলছেন এবং তার হঠাৎ অবসরে অনেক পরিবর্তন হয়েছে। এটি একটি ধাক্কা এবং আমরা এটি আশা করছিলাম কারণ তাঁকে অপমানিত হতে হচ্ছিল। কতদিন সে সহ্য করতে পারে? হয়তো সে কারণেই সে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
আরও পড়ুন… ভিডিয়ো: রবিচন্দ্রন অশ্বিনের অবসরে হতাশ অনিল কুম্বলে! কারণ জানলে আপনিও অবাক হবেন
এমন কি অস্ট্রেলিয়াতে দলের সঙ্গেও থাকেননি অশ্বিন-
লক্ষণীয় যে অশ্বিনের বাবা অশ্বিনের হঠাৎ অবসর নেওয়ার কারণ স্পষ্টভাবে প্রকাশ করেননি। এর বাইরে অশ্বিনও তার অবসরের সিদ্ধান্ত নিয়ে বেশি কথা বলেননি। ভারতীয় এই স্পিনার বলেছেন যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, তবে ক্লাব ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। লক্ষণীয় বিষয় হল অশ্বিন বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের পর অবসর নেন এবং নিজের বাড়িতে ফিরে আসেন। সিরিজের বাকি দুই টেস্টে সেখানে থাকার সিদ্ধান্তও নেননি রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন… রবিচন্দ্রন অশ্বিনের অবসরের সময়ে যথার্থ সম্মান দেওয়া হয়নি! কপিল দেবের বড় অভিযোগ
তৈরি হল নতুন বিতর্ক-
এই ঘটনার পরেই আরও প্রশ্ন উঠছে। তাহলে কি অশবিনের বাবা যা বলছেন সেটা সত্যি। অশ্বিনের হঠাৎ অবসরে গোটা ক্রিকেট বিশ্বই অবাক হয়েছে। এই তালিকায় সুনীল গাভাসকর থেকে কপিল দেব ও অনিল কুম্বলে সকলেই রয়েছেন। সুনীল গাভাসকর তো রাগ করেছেন। তিনি বলেছেন সিরিজের মাঝ পথে কেন এমনটা করলেন অশ্বিন? কপিল দেব বলেছেন, অশ্বিনের আরও সম্মান পাওয়া উচিত ছিল। এদিকে কুম্বলে বলেছেন অশ্বিন তো ৬১৯-এর মাইলস্টোন টপকে অবসর নিতে পারতেন। এই সব বক্তব্যের পরে অশ্বিনের বাবার এই অভিযোগ নতুন বিতর্ক তৈরি করবে।