দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ দুর্দান্তভাবে শুরু করল টিম ইন্ডিয়া। রীতিমতো দাপটের সঙ্গে জিতে নিলো প্রথম একদিনের ম্যাচ। একদিকে, ভারতের বোলারদের সামনে রীতিমত মাথা নত করতে বাধ্য হলো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অন্যদিকে, ব্যাট হাতেও ঝড়ের গতিতে রান তুললো 'মেন ইন ব্লু'র ব্যাটিং অর্ডার। তবে এদিন নজর কেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো ক্রিকেটার, সাই সুদর্শনের ব্যাটিং। তাঁর ৪৩ বলে ৫৫ রানের একটি মারকুটে ইনিংসের উপর ভর করে টিম ইন্ডিয়া পার করে ফিনিশ লাইন। এদিন ম্যাচ শেষে তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে জানান যে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন তাঁর পূরণ হয়েছে এবং আগামী দিনে তাঁর লক্ষ্য আরও ভালো ক্রিকেট উপহার দেওয়া। পাশাপাশি, তিনি আরও বলেন, অধিনায়ক কেএল রাহুলের থেকে ডেবিউ ক্যাপ পাওয়া এবং শ্রেয়স আইয়ারের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা খুব ভালো ছিল।
রবিবার জোহানেসবার্গে তিন ম্যাচে একদিনের সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় দুই দল। এদিন আর্শদীপ সিং ও আবেশ খানের বিধ্বংসী বোলিংয়ে গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। তেমনি ব্যাট করতেও একেবারেই সমস্যায় পড়তে হয়নি ভারতকে। স্বাচ্ছন্দভাবেই রান করতে দেখা গিয়েছে ভারতীয় ব্যাটারদের। একদিকে শ্রেয়স আইয়ারের চোখ ধাঁধানো টাইমিং, আবার অন্যদিকে সাই সুদর্শনের অভিষেক ম্যাচে একটি সাজানো-গোছানো অর্ধশতরানের ইনিংস। সব মিলিয়ে এদিন ম্যাচের শুরু থেকে শেষ অবধি দাপট চালিয়েছে 'মেন ইন ব্লু'। ম্যাচ শেষে এদিন সাই সুদর্শন নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে বলেন যে জাতীয় দলের জার্সিতে তাঁর ম্যাচ খেলার স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।
সাই সুদর্শন বলেন, 'ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম নিজের দেশের হয়ে ক্রিকেট খেলার। অবশেষে দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পর আজ সেই স্বপ্ন পূরণ হলো। গর্ব হচ্ছে দলের জন্য একটি দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে। আগামী দিনে আমি আশাবাদী আমি আরও ভালো ইনিংস খেলবো। সবচেয়ে মন ছুঁয়ে যাওয়ার মত মুহূর্ত ছিল আমার রাহুল ভাইয়ের থেকে পাওয়া এবং শ্রেয়স ভাইয়ের সঙ্গে ক্রিজে ব্যাট করা।'
উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এডেন মার্করাম। ২৭.৩ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৩৩ রান করেন ফেলুকওয়াও। এছাড়া টনি দি জর্জি করেন ২৮। ভারতীয় বোলারদের মধ্যে বল হাতে সর্বোচ্চ ৫ উইকেট নেন আর্শদীপ সিং। এছাড়া চারটি উইকেট নেন আবেশ খান এবং একটি উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে রান তাড়া করতে নেমে ১৭ ওভার শেষ হওয়ার আগেই ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। অর্ধশতরান করেন সাই সুদর্শন (৫৫) এবং শ্রেয়স আইয়ার (৫২)। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন অ্যান্ডিল ফেলুকওয়াও এবং মুলডার। ম্যাচের সেরা হন আর্শদীপ সিং। তাঁর সংগ্রহ ৩৭ রান দিয়ে ৫ উইকেট।