আইপিএলের ম্যাচে বড় সিদ্ধান্ত প্রাক্তন চ্যাম্পিয়ন দলের। এবার থেকে রাত করে খেলা দেখার পর আর বাস ধরার জন্য ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। দ্বিগুণ তিনগুণ টাকা দিলে গাড়ি ভাড়াও করতে হবে না রাত ১২টার সময়। বাড়ি ফেরার টেনশন নিয়েও খেলা দেখতে আসতে হবে না ক্রিকেটভক্তদের।
ফ্রি বাস পরিষেবা চেন্নাই সুপার কিংসের
বড় পরিকল্পনা গ্রহণ করল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এবার থেকে সিএসকের ম্যাচের দিন টিকিট সঙ্গে থাকলেই বিনামূল্যে মাঠে আসতে যেতে পারবেন সমর্থকরা। অর্থাৎ রাত ৭.৩০টায় শুরু হওয়া ম্যাচের পুরো শেষ পর্যন্ত দেখলেও দর্শকদের বাড়ি ফিরতে কোনো অসুবিধা হবে না আর।
এবারের আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংস দল তাদের হোম ম্যাচের জন্য এই সুবিধা চালু করেছে। এর আগের বছরও অবশ্য একই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, এবারে সেই বাসের সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে।
MTCর সঙ্গে যুক্ত হয়েছে ধোনির দল
চেন্নাইয়ের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে মহেন্দ্র সিংহ ধোনির দল। তাদের পক্ষ থেকেই এই বিশেষ বাস পরিসেবা চালু রাখার কথা জানানো হয়েছে। হোম ম্যাচ শুরুর ৩ ঘণ্টা আগে থেকে শুরু হবে এই বাস পরিসেবা, চলবে মধ্যরাত পর্যন্ত। নির্দিষ্ট কয়েকটি গন্তব্য থেকে বাস ছাড়া হবে এবং সেখানেই শেষ হবে। সঙ্গে করে সিএসকে ম্যাচের টিকিট থাকলেই দর্শকরা মাঠে যাওয়া এবং ফেরার সময় এই বিশেষ পরিসেবা গ্রহণ করতে পারবেন।
২৩ মার্চ চেন্নাইতে প্রথম ম্যাচ
প্রসঙ্গত আইপিএল ২০২৫ শুরু হচ্ছে ২২ মার্চ থেকে, প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের দিন অর্থাৎ রবিবার ২৩ মার্চ আইপিএলের সুপার ডুপার ম্যাচে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবারের সেই মার্চ হবে চিপকের চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকের ঘরের মাঠে।