হায়দরাবাদ নির্ধারিত লক্ষ্য অনায়াসেই তাড়া করে জয় নিশ্চিত করে ১৮.২ ওভারে। অন্যদিকে, লখনউর ব্যাটিং আবারও ভেঙে পড়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচে রান করতে অধিনায়ক ঋষভ পন্ত ব্যর্থ হন।
SRH-এর কাছে ৬ উইকেটে হেরে IPL 2025-থেকে বিদায় নিল গোয়েঙ্কার LSG (ছবি: PTI)
আইপিএল ২০২৫-এর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল লখনউ। এদিনের আইপিএল ২০২৫ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দুর্দান্ত খেল দেখিয়ে ৬ উইকেটে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস (LSG)-কে। এই হারের ফলে আইপিএল ২০২৫ প্লে-অফ থেকে ছিটকে গেল পন্তের লখনউ সুপার জায়ান্টস।
হায়দরাবাদ নির্ধারিত লক্ষ্য অনায়াসেই তাড়া করে জয় নিশ্চিত করে ১৮.২ ওভারে। অন্যদিকে, লখনউর ব্যাটিং আবারও ভেঙে পড়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচে রান করতে অধিনায়ক ঋষভ পন্ত ব্যর্থ হন।
এই জয়ে SRH যদিও প্লে-অফে পৌঁছাতে পারেনি, তবে তারা সম্মানজনকভাবে তাদের মরশুম শেষ করল। আর LSG-এর জন্য এটা একটি হতাশাজনক সমাপ্তি, কারণ তারা শেষ চারে পৌঁছাতে ব্যর্থ হল। গত বছর মেগা নিলামে পন্তকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এবছর তিনি অত্যন্ত হতাশাজনক ফর্মে আছেন—১৩ ম্যাচে মাত্র ১৩৫ রান করেছেন তিনি।
SRH অধিনায়ক প্যাট কামিন্স লখনউর একানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য লখনউ সুপার জায়ান্টসের কাছে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে লখনউ সুপার জায়ান্টস তুলেছে ২০৫/৭ রান। মিচেল মার্শ ৩৯ বলে ৬৫ রান ও এইডেন মার্করাম ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে দারুণ শুরু করেছিলেন। পন্ত ব্যর্থ হলেও নিকোলাস পুরান ২৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে এই রানের গতিকে ধরে রাখেন। তবে বাদোনি, সামাদ, ঠাকুর প্রত্যেকেই ব্যর্থ হন ও দুই অঙ্কের স্কোরও করতে পারেননি। শেষ আকাশদীপ ছক্কা মেরে রানকে ২০৫-এ নিয়ে যান।
এর জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে সানরাইজার্স হায়দরাবাদ। ২০ বলে ৫৯ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। ইশান কিষান ২৮ বলে ৩৫ রান ও এনরিখ ক্লাসেন ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। কামিন্দু মেন্ডিস ২১ বলে ৩২ রান করেন। এই ম্যাচ হেরে আইপিএল ২০২৫-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল ঋষভ পন্তের লখনউ সুপার জায়ান্টস।