রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে সম্পর্ক অবশেষে ছিন্ন হয়েছে প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির। এবারে তাঁকে আর রিটেন করেনি আরসিবি। দিল্লি ক্যাপিটালস দল অনেক কম দামেই তাঁকে দলে তুলেছে। আরসিবি তাঁকে রাখার সেরকম চেষ্টাও দেখায়নি হাতে আরটিএম কার্ড থাকা সত্বেও। ২০২২ সাল থেকে আরসিবিতে খেলেছেন ফ্যাফ।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
আবেগঘন বার্তা ফ্যাফের-
২০২৩ সালে আরসিবির অধিনায়কত্ব করেছিলেন বিরাট কোহলি। কিন্তু ২০২৪ সালে তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। এরপর ফ্যাফ ডুপ্লেসি অধিনায়কের দায়িত্ব নিয়ে দলকে প্লে অফে তুলেছিলেন। সাম্প্রতিককালে আরসিবির যা অন্যতম সাফল্য বলা যায়। কিন্তু ৪০ পেরোনোয় তাঁকে আর দলে রাখেনি আরসিবি, এবার আরসিবিকে বিদায়লগ্নে বার্তা দিলেন ফ্যাফ।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
বেঙ্গালুরু শহর আর এখানকার মানুষ হৃদয়ে থাকবে-
ইনস্টাগ্রামে বিদায় লগ্নে ফ্যাফ লিখেছেন, ‘এখন যখন আরসিবিতে আমার যাত্রা শেষ হচ্ছে, আমি এই দলে কাটানো আমার অসাধারণ যাত্রার কথাই লিখতে চাই। যখন তিন বছর আগে আমি এই দলে যোগ দিয়েছিলাম আমি জানতাম না কীভাবে আমাদের যাত্রা শুরু হবে। কিন্তু আসতে আসতে আমি বেঙ্গালুরু শহর আর এখানকার মানুষকে ভালোবেসে ফেলি ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
আরসিবি সমর্থকদের ভুলব না-
ফ্যাফ বলছেন, ‘এখানকার স্মৃতি আর এখানকার মানুষ আমার একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমি এই স্মৃতিগুলো নিয়েই চলব। আরসিবির মানুষকে কখনও ভুলবো না। অনেক অনেক ধন্যবাদ আমায় এরকম সুন্দর তিনটে বছর উপহার দেওয়ার জন্য। চিন্নাস্বামীতে খেলা আমার জীবনের অন্যতম একটা সেরা অভিজ্ঞতা। ’।
আরসিবির হয়ে খেলা গর্বের ব্যাপার-
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফ্যাফ বলছেন, ‘যে আবেগ, ভালোবাসা আর সমর্থন আরসিবির ফ্যানরা দেখায় তা অনবদ্য। যতবারই মাঠে নেমেছি, পরিবেশ যেন ম্যাজিকের মতো হয়ে উঠেছে। গুডবাই বলার সময়ে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। সমর্থক, সতীর্থ, কোচ, স্টাফ, কর্ণধার সকলকে। আরসিবির হয়ে খেলা আমার কাছে গর্বের ব্যাপার ’।