বাংলা নিউজ > ক্রিকেট > ওর প্রশংসা করবেন না… RR vs MI ম্যাচে শূন্য রানে আউট হতেই বৈভবকে সতর্ক করলেন গাভাসকর
পরবর্তী খবর
ওর প্রশংসা করবেন না… RR vs MI ম্যাচে শূন্য রানে আউট হতেই বৈভবকে সতর্ক করলেন গাভাসকর
2 মিনিটে পড়ুন Updated: 02 May 2025, 10:15 AM ISTSanjib Halder
সুনীল গাভাসকর বলেন, ‘আমি মনে করি ও আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবে। রাহুল দ্রাবিড়ের সঙ্গে বসে সে শিখবে কীভাবে ইনিংসকে সামলাতে হয় — ও দিনে দিনে আরও ভালো হবে। আমি বিশ্বাস করি, আমাদের উচিত তাকে আকাশচুম্বী প্রশংসা না করা।’
RR vs MI ম্যাচে শূন্য রানে আউট হতেই বৈভব সূর্যবংশীকে সতর্ক করলেন গাভাসকর (ছবি- AFP)
জয়পুরে রেকর্ডগড়া ইনিংস খেলার তিন দিন পরেই হৃদয়ভাঙা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। বৃহস্পতিবার, একই মাঠে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের এই ওপেনার শূন্য রানে আউট হয়ে ফিরে যান মাত্র দুই বল খেলেই।
কয়েকদিন আগে পর্যন্ত ক্রিকেটবিশ্ব বৈভবকে ঘিরে উচ্ছ্বসিত ছিল, কারণ এই সপ্তাহের শুরুতেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান এবং সবচেয়ে দ্রুত শতরান করা ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছিলেন। সেই ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৭টি চার। তবে সেই উৎসবের রাতের পরই এলো হতাশা, যখন বৃহস্পতিবার দীপক চাহারের বলে বৈভব শূন্য রানে আউট হয়ে যান।
চাহারের কৌশল ছিল স্পষ্ট, বল স্টাম্পের দিকে ফুল লেন্থে রাখা। প্রথম বলটি বৈভব কাভারে ঠেলে কোনও রান নেননি। এরপর দ্বিতীয় বলেই তিনি লং-অন বাউন্ডারির দিকে শট খেলতে যান, কিন্তু টাইমিং মিস করে মিড-অন ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন।
এভাবে আউট হয়ে বৈভব হতভম্ব হয়ে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে ছিলেন, হাতে ছিল কোমরের ওপর, তারপর ধীরে ধীরে ডাগআউটের দিকে ফিরে যান।
বৈভব সম্পর্কে কী বললেন সুনীল গাভাসকর?
যখন গোটা ক্রিকেটবিশ্ব বৈভবের ইনিংস নিয়ে প্রশংসায় মেতেছিল, তখন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর সতর্ক করলেন অতিরিক্ত প্রশংসা না করতে। তিনি বললেন, রাজস্থানের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে বৈভবকে যত্নের সঙ্গে গড়ে তোলা উচিত।
তিনি জিওস্টার-এ রাজস্থান ও মুম্বইয়ের ম্যাচ চলাকালীন বলেন, ‘একদমই নয়, একদমই নয়। দেখুন — যখন সে নিলামে এসেছিল, তখনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি যুব টেস্টে সেঞ্চুরি করেছিল, এবং সেটা একটি ভালো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে। একজন ১৩ বছরের ছেলের পক্ষে আন্তর্জাতিক দলের বিরুদ্ধে শতরান করা — যদিও সেটা তাদের মূল দল ছিল না — তবুও বোঝা যায়, ছেলেটির মধ্যে প্রতিভা আছে। আর সেখান থেকেই সে এগিয়ে চলেছে।’
এরপরে তিনি বলেন, ‘আমি মনে করি ও আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবে। রাহুল দ্রাবিড়ের সঙ্গে বসে সে শিখবে কীভাবে ইনিংসকে সামলাতে হয় — ও দিনে দিনে আরও ভালো হবে। আমি বিশ্বাস করি, আমাদের উচিত তাকে আকাশচুম্বী প্রশংসা না করা।’
সুনীল গাভাসকর আরও বলেন, ‘প্রথম ম্যাচেই, প্রথম বলেই ছয় মেরেছে — এটা যেন কোনও চাপ না হয়ে দাঁড়ায়। অভিজ্ঞ বোলাররা ভাববে, ‘ও তো প্রথম বলেই ছয় মারতে চায়?’ তখন ওদের শর্ট বল করে আউট করানো সহজ হয়ে যাবে। তখন ও হয়তো অস্থির হয়ে পড়বে, ওভারথিঙ্ক করতে শুরু করবে।’
কিংবদন্তি ক্রিকেটার আরও বলেন, ‘আসলে টি-টোয়েন্টি ম্যাচে কেউ যদি ৫০-৬০ রানও করে, তাও অনেক। সেখানে শতরান করা এক কথায় অসাধারণ — বিশেষ করে আজকের দিনের সেরা বোলারদের বিরুদ্ধে সেটা করে দেখানো, সত্যিই দারুণ।’