গল টেস্টে নিউজিল্যান্ডকে গোহারা হারিয়ে দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পারফরমেন্স ছিল গোটা দলের দুরন্ত। কেউ বলতে পারবে না কে এগিয়ে, কে পিছিয়ে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের শতরানে বিশাল রানের পাহাড়ে পৌঁছে যায় লঙ্কানরা। ৫ উইকেটে ৬০৩ রান করে যখন লঙ্কানরা ইনিংস ডিক্লিয়ার করেন, ততক্ষণে কার্যত কিউয়িদের বিপদ ঘন্টা বাজা শুরু হয়ে গেছে।
আরও পড়ুন-পঞ্চম একদিনের ম্যাচে DLS মেথডে ইংল্যান্ড বধ অজিদের! অলরাউন্ডার হেডের ম্যাজিকে সিরিজ জয়…
তবে শ্রীলঙ্কার অধিনায়ক ধননঞ্জয় ডি সিলভা যখন প্রথম ইনিংস ডিক্লিয়ার করেন দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে তখন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ব্যাট করছিলেন ১৮২ রানে। আর রানও তুলছিলেন মোটামুটি ভালোই স্ট্রাইক রেটে। কারণ ততক্ষণে তিনি সেট হয়ে গেছেন। ফলে আর দুই তিন ওভার সুযোগ পেলেই টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতরান করে ফেলতে পারতেন কামিন্দু।
অধিনায়কের সিদ্ধান্তের জন্যই কামিন্দুর দ্বিশতরান আটকে যায়। এত কাছাকাছি গিয়েও ব্রাত্য হন তিনি। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা অবশ্য বলছেন, তিনি দলের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। আর কামিন্দুর দ্বিশতরান তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল না, বরং কুশল মেন্ডিসের শতরান বেশি দরকার ছিল, তাই তাঁর শতরানের জন্য অপেক্ষা করেছিলেন।
আরও পড়ুন-BCCI AGM- নতুন ফরম্যাট অপছন্দ! আগামী বছরই ফিরছে দলীপের পুরনো নিয়ম! ICCতে প্রতিনিধি কে?
চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই ম্যাচের জবনিকা টানার পর সাংবাদিকদের প্রশ্ন উড়ে আসে লঙ্কান অধিনায়কের দিকে। তাঁর ভুল সিদ্ধান্তের জন্য চার দিনে শেষ হয়ে যাওয়া টেস্টে একজন প্রতিভাবান ক্রিকেটার দ্বিশতরান পাওয়া থেকে বঞ্চিত হলেন। এরপরই লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা বলেন, ‘আমি যা করেছি সবই দলের স্বার্থের কথা ভেবে করেছি। যদি কামিন্দুর জায়গায় ম্যাথিউজ বা চান্দিমাল, বা অন্য কেউ থাকত তাহলেও একই সিদ্ধান্ত নিতাম। তবে কামিন্দু মাত্র ২৫ বছর বয়সেই দ্বিতীয় দ্রুততম ১০০০ রানের ইনিংস খেলেছেন, ফলে আগামী দিনে আরও এমন অনেক রেকর্ডই ও করবে। তবে আমার কাছে ওর দ্বিশতরানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল কুশল মেন্ডিসের রানে ফেরা। কারণ ও অনেকদিন শতরান পায়নি’।
আরও পড়ুন-IPL 2025- তারকারা যখন জিরো, তখন ওরাই হিরো! শশাঙ্কদের সম্মান দিতেই ম্যাচ ফি-র সিদ্ধান্ত…
এশিয়ান ব্যাটারদের মধ্যে দ্রুততম পাঁচটি শতরানের নজিরও গড়েন কামিন্দু মেন্দিস। মাত্র ১৩ ইনিংসেই এই নজির গড়েন তিনি। যদিও লঙ্কান অধিনায়ক বলছেন, মাত্র এই কদিনের অভিজ্ঞতায় যদি কামিন্দু এই পারফরমেন্স দেখাতে পারেন, তার অর্থ হল কামিন্দুর ভবিষ্যৎ উজ্জ্বল। নিউজিল্যান্ড সিরিজের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ইনিংস ছিল তাঁর। টানা ৮ টেস্টে অর্ধশতরানেরও নজির গড়েন কামিন্দু।