শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম বিপদজনক বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। বিধ্বংসী এই ওপেনার কয়েকদিন আগেই ভারতের মাটিতে জাতীয় দলের হয়ে ওডিআই বিশ্বকাপ জিতেছেন। বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি। ঘরের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলছেন তিনি। এই সিরিজে ইতিমধ্যেই ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে একটি অনবদ্য শতরানের ইনিংস। বাঁহাতি এই ওপেনারকে নিয়ে কম বিতর্কও হয়নি। ২০১৮ সালে বল বিকৃতি কান্ডে নাম জড়িয়েছিল তাঁর। নির্বাসনেও যেতে হয়েছিল তাঁকে। ডেভিড ওয়ার্নারের উপরে সেই সময়ে তাদের দেশের বোর্ডের তরফে আজীবন অধিনায়কত্বের নির্বাসনের খাড়া নেমে এসেছিল। এই বিষয়টি নিয়েই এবার মুখ খুলেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর স্পষ্ট বক্তব্য বিষয়টি নিয়ে আর তাঁর কোন আক্ষেপ নেই। তিনি এই বিষয়টিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন।
এই সপ্তাহেই টেস্ট এবং ওয়ানডে ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন তিনি। ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, ‘আমি যখন ওই বল বিকৃতি ঘটনার দিকে ফিরে তাকাই তখন আমার মনে এটাই বারবার ফিরে আসে যে ওই ঘটনাকে অন্যভাবেও হ্যান্ডেল করা যেত। তবে আমি মনে করি নিক (হকলি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ) বিষয়টি নিজের সেরাটা দিয়ে হ্যান্ডেল করেছে। বোর্ডকে জানানোর যথাসাধ্য চেষ্টা করেছেন উনি। এরপরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি সেই সিদ্ধান্ত নিয়ে খুশি। খুব খুশি। আমি এই বিষয়কে পিছনে ফেলে দিয়েছি এবং এখন আমি অনেকটাই এগিয়ে গিয়েছি।’
এরপরে ওয়ার্নার যোগ করে বলেন, ‘আমি আইপিএলে অধিনায়কত্বের সুযোগ পেয়েছি। আইএল টি-২০'তে ও অধিনায়কত্বের সুযোগ পেয়েছি। আমি অধিনায়কত্বের এই সুযোগ খুব উপভোগ করেছি। আমি আমার বর্তমান সময়ের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি অধিনায়কত্ব মানে অধিনায়ক বা সহ অধিনায়কের ব্যাজটা পরা নয়। এর সাথে সাথে অনেক দায়িত্বও রয়েছে। অনেক চাপও নিতে হয়। আমার কাছে আমি এই দলের (অস্ট্রেলিয়ার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের) অধিনায়ক ছিলাম আর এখনও আছি। আমার কাছে নামের পাশে ওই 'সি'(ক্যাপ্টেন) বা 'ভিসি'(ভাইস ক্যাপ্টেন) লেখাটার আলাদা কোন গুরুত্ব নেই। আমি নিজেকে ভালোভাবে চিনি। আমার ভিতরে যে শক্তিটা রয়েছে তাকে আমি চিনি। আমার ভিতরের শক্তি আমাকে সবসময়ে সামনের দিকে এগিয়ে যেতে আমাকে সাহায্য করেছে।’