উৎসব পরিণত হল বিষাদে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল ট্রফি জয়ের উদযাপনের জন্য হাজার-হাজার মানুষ জড়ো হন, সেইসময় চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ির মধ্যে পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে। আর তার জেরে একাধিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, পদপিষ্টের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা বেশ সংকটজনক বলে সংবাদমাধ্যম সিএনবিসি-টিভি১৮-র প্রতিবেদনে জানানো হয়েছে। কয়েকটি মহল থেকে দাবি করা হচ্ছে যে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি।
জনসমুদ্র বেঙ্গালুরুতে, কাতারে-কাতারে মানুষের ভিড়
আর আরসিবির জয় উদযাপনের অনুষ্ঠান ঘিরে বেঙ্গালুরুতে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে, তাতে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ-প্রশাসনকে যে হিমশিম খেতে হবে, তা মঙ্গলবার থেকেই বোঝা যাচ্ছিল। বিরাট কোহলি, রজত পতিদাররা বেঙ্গালুরু পৌঁছানোর আগেই বিধান সৌধ, চিন্নস্বামী স্টেডিয়াম, হোটেল সংলগ্ন এলাকায় কাতারে-কাতারে মানুষ ভিড় জমাতে থাকেন। শুধু মাথার ভিড় দেখা যাচ্ছিল।
আরও পড়ুন: ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার লোক নই আমি, IPL জিতেই বললেন বিরাট, নিশানায় রোহিত?
বিধান সৌধে সংবর্ধনার পরে চিন্নস্বামীতে আসেন বিরাটরা
তারইমধ্যে বিধান সৌধে বিরাটদের সংবর্ধনা দেওয়া হয়। সেখান থেকে তাঁরা আসেন চিন্নস্বামী স্টেডিয়ামে। চিন্নস্বামীতে ঢুকে বিরাট, রজতরা একে একে ফ্যানদের আইপিএল ট্রফি দেখাতে থাকেন। সেইসময় উত্তাল হয়ে ওঠে চিন্নস্বামী স্টেডিয়াম। যা একেবারে কাণায়-কাণায় পূর্ণ ছিল। একটাও ফাঁকা আসন পড়ে ছিল না।
আরও পড়ুন: ভারতের এই বাড়িতে ১১ বছরে ৯টি IPL ট্রফি ঢুকেছে! ফাইনালে ইতিহাসও গড়লেন ১ সদস্য
পরিস্থিতি এমনই হয়েছিল যে মাইক হাতে নিয়ে কথা বলার চেষ্টা করলেও তাঁকে সুযোগটা দিচ্ছিলেন না আরসিবির সমর্থকরা। বিরাটের প্রতি নিজেদের ভালোবাসা জানাতে চিৎকার করতে থাকেন। তারইমধ্যে বিরাট বলেন, ‘আমার হাতে বেশি সময় নেই। তাই আমায় দয়া করে কথা বলতে দিন। গত রাতে পতিদার যেটা বলেছে, আমি সেটাই ফের বলতে চাই। এ শালা কাপ নামদে নয় আর। এবার থেকে এ শালা কাপ নামদু।’
আরও পড়ুন: ছুটে আসা অনুষ্কার কাঁধে মুখ গুঁজে আবেগ উজাড় বিরাটের, বললেন ‘ও খুব গর্বিত হবে’
বাইরে পদপিষ্টের ঘটনা, চিন্নস্বামীতে উৎসব RCB-র
কিন্তু তাদের বিজয়োৎসবে সামিল হতে এসে মাঠের বাইরে যখন পদপিষ্টের মতো ঘটনা ঘটে গিয়েছে, তখন আরসিবি কর্তৃপক্ষ কীভাবে উৎসব চালিয়ে গেল, তা নিয়ে স্পষ্ট উঠেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এরকম ঘটনা যে ঘটেছে, তা জানার কথা নয় খেলোয়াড়দের। কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট বা স্টেডিয়াম কর্তৃপক্ষের কানে সেই ঘটনার কথা আসেনি, এমনটা কি আদৌও হতে পারে?
সেটার উত্তর অবশ্য মেলেনি।