Babar Azam and Biryani: পাকিস্তানের শীর্ষস্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট, পাকিস্তান সুপার লিগ (PSL), রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এক ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জাতীয় দলের পারফরম্যান্স নিম্নগামী হওয়ায় এই টুর্নামেন্টটি বর্তমানে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে পেশোয়ার জালমির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করার পর এই বিতর্ক আরও বেড়েছে। ওই ভিডিয়োতে দলের কয়েকজন খেলোয়াড়কে দেখা যাচ্ছে, যাদের মধ্যে বাবর আজমও রয়েছেন, টুর্নামেন্ট পূর্ব এক অনুষ্ঠানে উৎসবমুখর ভোজে অংশ নিতে দেখা গেছে তাদের।
পাকিস্তান সুপার লিগ ২০২৫ শুরুর আগে এক অনুষ্ঠানের একটি ক্লিপ বেশ ভাইরাল হচ্ছে। যেখানে বাবর আজমকে বিরিয়ানির প্লেটের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। আসলে যখন বিরিয়ানি পরিবেশন করা হচ্ছিল তখন বাবর আজম যেভবে প্লেটের দিকে তাকিয়ে ছিলেন তা দেখে ভক্তেরা নানা প্রতিক্রিয়া দিতে থাকেন। বাবর আজম যেভাবে ড্যাব ড্যাব করে বিরিয়ানির দিকে তাকিয়ে ছিলেন তারপরে অনেকেই তাঁর সমালোচনা করেন।
দেখুন সেই ক্লিপ-
আরও পড়ুন … ভিডিয়ো: ধোনি নট আউট হলে কি CSK vs KKR ম্যাচের ফল বদলে যেত? মাহিকে খোঁচা দিলেন সেহওয়াগ
অন্যদিকে, বেশকিছু নেটিজেন ভিডিয়োটির পক্ষে মত দিয়েছেন এবং বলেছেন, এটি দলের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের প্রতিফলন। তারা আরও উল্লেখ করেন, খেলোয়াড়েরা যদি পরিমিতভাবে এই খাবার খান, তবে তাদের ডায়েটে তেমন কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। একজন মন্তব্য করেছেন, ‘যারা ডায়েট নিয়ে বলছেন, এটা পুরোপুরি খেলোয়াড়দের ব্যাপার; তারা যদি পরিমিত খান, তাহলে কোনও সমস্যা নেই। তাদের ডায়েট চার্ট এবং নিউট্রিশনিস্ট সেট করে দেন – এটা বাইরের কারোর বিচার করার বিষয় নয়।’
বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি তাদের প্রথম ম্যাচে শনিবার, ১২ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের মুখোমুখি হবে। তবে ম্যাচের আগে অনুশীলন চলাকালে বাবর আজম চোট পান বলে খবর ছড়িয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা গেছে, বাবর পায়ে হেঁচড়াতে হেঁচড়াতে মাঠ ছাড়ছেন। এখনও পর্যন্ত তার ইনজুরি নিয়ে দল কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
আরও পড়ুন … আমি, মইন, ব্র্যাভো… CSK-র তিন প্রাক্তনীর প্ল্যানিংয়েই কুপোকাত ধোনির দল
পিএসএলের এবারের আসর, যা দশম সংস্করণ, এক ঐতিহাসিক মাইলফলক হলেও টুর্নামেন্ট শুরুর আগেই সোশ্যাল মিডিয়াতে কিছু বিতর্ক মাথাচাড়া দিয়েছে। পেশোয়ার জালমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা যায়, দলের খেলোয়াড়েরা এক প্রাক-টুর্নামেন্ট অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং সেই আয়োজনকে ঘিরে খাবার ও ডায়েট নিয়ে প্রশ্ন উঠছে।
ভিডিয়োতে দেখা যায়, বাবর আজম সহ আরও কিছু তারকা খেলোয়াড় ফরমাল পোশাকে একটি আউটডোর ভেন্যুতে বসে রয়েছেন, এবং তারা একটি বড় পরিবেশন প্লেট ভর্তি বিরিয়ানি ও বিভিন্ন খাবার এবং সফট ড্রিঙ্ক উপভোগ করছেন।
যদিও খেলোয়াড়দের জীবনযাত্রা ও ডায়েট নিয়ে আগেভাগে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, তবুও অনেক ভক্ত এই ভিডিয়োর চিত্রণ নিয়ে আপত্তি জানান, যেখানে মিষ্টি ও কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবার দেখা যায়। অন্যদিকে অনেকেই এই ভিডিয়োকে একটি টিম-বন্ডিং মুহূর্ত হিসেবে দেখার পক্ষে যুক্তি দিয়েছেন এবং বলেছেন, পাকিস্তানে খাবার কেবল পেট ভরানোর জন্য নয়, বরং পারিবারিক ও সামাজিক বন্ধনের প্রতীক।
আরও পড়ুন … টানা ৫ ম্যাচে পরাজয়, চিপকে পরপর ৩ হার- অধিনায়ক ধোনির ফেরার দিনে লজ্জায় ডুবল CSK
বাবর আজম PSL-এ ভালো পারফরম্যান্সের আশা করছেন
পাকিস্তান ক্রিকেট দল প্রায়ই তাদের ফিটনেস ঘাটতির কারণে সমালোচনার মুখে পড়ে, যেখানে ভারতের জাতীয় দলের কড়া ফিটনেস নিয়মাবলীকে প্রায়শই তুলনার মানদণ্ড হিসেবে ধরা হয়। ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেটস-এ পাকিস্তানের দুর্বলতা কেবল কৌশলগত নয়, বরং শারীরিক সক্ষমতার অভাবও এর পিছনে কারণ হিসেবে ধরা হয়।