লাইভ টেলিভিশনে বাবর আজমের দিকে তীব্র আক্রমণ শানালেন শোয়েব আখতার। পাক তারকাকে প্রতারক তকমা দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ হাফিজ তো একধাপ এগিয়ে পিসিবির কাছে দাবি জানালেন বাবরকে দল থেকে ছেঁটে ফেলার। রবিবার দুবাইয়ে ভারতের কাছে ৬ উইকেটে পাকিস্তানের পরাজয়ের পরে ক্ষোভে ফেটে পড়েন আখতাররা। ভারতের কাছে হারের ফলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া কার্যত নিশ্চিত করে ফেলে পাকিস্তান।
কেরিয়ারের শুরুর দিকে বিশ্ব ক্রিকেটের পরবর্তী বড় তারকা হিসেবে বিবেচিত হতেন বাবর। কথায় কথায় বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো তাঁর। দাপুটে ব্যাটিংয়ের বেশ কিছু রেকর্ড ভেঙে বাবর তাঁর কেরিয়ারের প্রথম দিকেই বিশেষজ্ঞদের নজর কেড়ে নেন। কিন্তু প্রত্যাশার চাপ ক্রমশ বাড়তে থাকায় ৩১ বছর বয়সী এই তারকার পক্ষে নিজেকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
রবিবার ভারতের বিরুদ্ধে বাবর ২৬ বলে মাত্র ২৩ রান করে আউট হন। দলের সেরা তারকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে না পারায় পাকিস্তান খাদের কিনারায় দাঁড়িয়ে যায়। এর আগে করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাবর হাফ-সেঞ্চুরি করেন। তবে তাঁর অতি ধীর গতির ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা হয়।
গেম অন হ্যায় অনুষ্ঠানে আখতার বলেন, ‘আমরা সবসময় বাবর আজমকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করি। এখন বলুন, বিরাট কোহলির হিরো কে? সচিন তেন্ডুলকর যে কিনা ১০০ সেঞ্চুরি করেছে। বিরাট তার হিরোর পথ অনুসরণ করছে। বাবর আজমের হিরো কে? টুক টুক (কোনও ক্রিকেটারের নাম না করে)। তুমি ভুল নায়ক বেছে নিয়েছ। তোমার চিন্তাভাবনা ভুল। তুমি শুরু থেকেই ঠগ ছিলে।’
'বাবর আজম ইনজামাম-উল-হক নন'
কার্যত একই সুর শোনা যায় হাফিজের গলাতেও, যিনিও অনুষ্ঠানে হাজির ছিলেন। হাফিজ বড় ম্যাচে বাবরের কার্যকরীতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন যে, একজন খেলোয়াড়কে বড় ম্যাচের পারফর্ম্যান্স দিয়েই চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করা হয়, যা বহুকাল স্মরণীয় হয়ে থাকে। হাফিজ বাবরকে ভালো খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করলেও, স্বীকার করেন যে, ৩১ বছর বয়সী এই তারকা এককভাবে কোনও সেনা দেশে পাকিস্তানকে জয় এনে দিতে পারেননি।
হাফিজ বলেন, ‘বাবর আজম সত্যিকারের কিং নন। বিরাট কোহলিই আসল কিং। ওর পারফর্ম্যান্সের দিকে তাকান। সারা বিশ্বে আধিপত্য দেখিয়েছে কোহলি। নিজের পিআর মেশিনারি থেকে বের হও (বাবর)। আমাদের একজন পারফর্মার দরকার। বাবর আজম ভালো খেলোয়াড়। তবে আপনি আমাকে ভারতের বিরুদ্ধে ওর একটা ম্যান অফ দ্য ম্যাচের পারফর্ম্যান্স দেখান। আমরা কেন সবসময় ভারতের বিরুদ্ধে শোয়েব আখতারের পারফরম্যান্স মনে রাখি? কেন ভারত-পাকিস্তান ম্যাচের কথা উঠলে ইউনুস খান একটা বড় নাম হিসেবে বিবেচিত হয়? শোয়েব মালিকেরও ভারতের বিরুদ্ধে বড় পারফরম্যান্স আছে।’
আরও পড়ুন:- চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে বেশি বয়সে শতরান কোহলির, ভাঙলেন সাঙ্গার রেকর্ড
হাফিজ আরও যোগ করেন, ‘বাবর আজম আর যাই হোক, ইনজামাম-উল-হক নয়। ইনজি ভাই কঠিন পরিস্থিতিতে পাকিস্তানকে ম্যাচ জেতাতেন। বাবর আজম আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটিও ম্যাচ জেতাতে পারেনি। ও গত ১০ বছর ধরে খেলছে এবং সেনা দেশগুলিতে কখনোই প্লেয়ার অফ দ্য সিরিজ হতে পারেনি। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে ও কখনোই পাকিস্তানকে জয় এনে দিতে পারেনি।’
শেষে হাফিজ বলেন, ‘ওদের (ম্যানেজমেন্টকে) আয়না দেখানো দরকার। আমাদের বুঝতে হবে যে আমরা যাদের উপর নির্ভর করছি তারা পারফর্ম করছে না। তাই তাদের থেকে সরে আসা উচিত। যারা অপেক্ষা করছে, তাদের সুযোগ দেওয়া দরকার।’