অস্ট্রেলিয়ান বধির ও শ্রবণপ্রতিবন্ধী ক্রিকেট দলের চিকিৎসক হলেন ভারতের সোনালি পান্ডে। আসলে সোনালি পান্ডে হলেন ডারউইনে কর্মরত অর্থোপেডিক সার্জন ও ক্রীড়া এবং ব্যায়াম চিকিৎসাবিদ। সেই সূত্রেই অস্ট্রেলিয়ার বধির ও শ্রবণপ্রতিবন্ধী (HoH) ক্রিকেট দলের চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালি পান্ডে। তিনি বর্তমানে ভারত অনুষ্ঠিত আসন্ন টি-২০ ও একদিনের ত্রিদেশীয় সিরিজের জন্য অস্ট্রেলিয়ার বধির ও শ্রবণপ্রতিবন্ধী ক্রিকেট দলের সঙ্গে সফর করছেন।
সোনালি পান্ডে হলেন সোমলওয়ার স্কুল ও ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ছাত্রী। তিনি তাঁর ক্ষেত্রে তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, যা তাঁর অসাধারণ অ্যাকাডেমিক দক্ষতার পরিচয় দেয়।
আরও পড়ুন … Varun Chakravarthy Record: ৪২ রানে ৫ উইকেট! দুবাইয়ে NZ vs IND ম্যাচে একাধিক নজির গড়লেন ম্যাচের সেরা বরুণ
একটি বধির ক্রিকেট দলের চিকিৎসা প্রধান হিসেবে কাজ করাটা যেমন গর্বের, তেমনই এই দায়িত্বটা বেশ কিছু অনন্য চ্যালেঞ্জও নিজের সঙ্গে নিয়ে আসে। এই দায়িত্ব পাওয়ার পরে এমনটাই জানিয়েছেন সোনালি পান্ডে। তিনি জানান, ‘প্রায় সব খেলোয়াড়ই দৈনন্দিন জীবনে কক্লিয়ার ইমপ্লান্ট বা শ্রবণযন্ত্র ব্যবহার করেন। কিন্তু খেলার সময় এগুলো খুলে রাখতে হয়, যা সংঘর্ষজনিত চোটের ঝুঁকি বাড়িয়ে দেয়। এখানেই অর্থোপেডিক বিশেষজ্ঞদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’
আরও পড়ুন … ভিডিয়ো: স্টেডিয়ামের ছাদ থেকে বৃষ্টির জল পড়ছে, সিটে বসাই যাচ্ছেন না! প্রশ্নের মুখে PCB
যোগাযোগের ব্যবধান দূর করতে দলের সঙ্গে একজন সাইন ল্যাঙ্গুয়েজ দোভাষী ভ্রমণ করছেন, যিনি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে সমন্বয় নিশ্চিত করছেন। অস্ট্রেলিয়ান বধির দল ভারতের কারনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তার আগে অস্ট্রেলিয়ার বধির ক্রিকেট দলের চিকিৎসা প্রধান সোনালি পান্ডে বলেন, ‘সৌভাগ্যবশত, দিল্লির বায়ু মান এখন তুলনামূলক ভালো, যা খেলোয়াড়দের জন্য সুবিধাজনক হয়েছে।’
আরও পড়ুন … IND vs NZ Match Highlight: ২০৫ রানেই শেষ নিউজিল্যান্ডের ইনিংস, ৪৪ রানে জিতল ভারত
সোনালি ভারতীয় বধির ক্রিকেট সংস্থার (Indian Deaf Cricket Association) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা বধির ও শ্রবণপ্রতিবন্ধী সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।