বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট চলছে মেলবোর্নে। তার মাঝেই খারাপ খবর অজি শিবিরের জন্য। ICC-র তরফে জানানো হয়েছে, চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান জোশ ইংলিশ। যদিও চলতি সিরিজে তাঁকে খেলানো হয়নি। মূলত ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে ছিলেন তিনি। জানা যাচ্ছে, মেলবোর্নে দ্বিতীয় দিনে পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। সেই সময়ই কাফ মাসেলে চোট পান ইংলিশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রের তরফেও বিষয়টি স্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, পঞ্চম টেস্টে ইংলিশকে পাওয়া সম্ভব হবে না, সেই কারণে দ্রুত তাঁর পরিবর্তে হিসেবে নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।
বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি থেকে। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। তারা আশাবাদী সেই সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন জোশ ইংলিশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় লো-গ্রেড কাফ স্ট্রেনের স্বীকার হন জোশ ইংলিশ। সেই কারণে আপাতত রিহ্যাবের জন্য রয়েছেন তিনি। পঞ্চম টেস্টের জন্য তাঁর জায়গায় কাকে নেওয়া হবে তা ঘোষণা করা হবে খুব তাড়াতাড়ি। আশা করা হচ্ছে ইংলিশকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য দলে পাওয়া যাবে।’
যদিও এখনও পর্যন্ত ইংলিশের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। তবে সাদা বলের ক্রিকেটের ক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ২৬টি ওডিআই ম্যাচ খেলেছেন। যেখানে ২৪ ইনিংসে ৫২১ রান করেছেন ইংলিশ, গড় ২৩.৬৮। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ৬৫, ৩টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ২৯টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৮ ইনিংসে ৭০৬ রান করেছেন ইংলিশ, গড় ৩০.৬৯। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ১১০। ইতিমধ্যেই ২টি শতক হাঁকিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বর্ডার গাভাসকর ট্রফির বর্তমান ফলাফল ১-১। এখনও পর্যন্ত ১টি করে টেস্টে জয় পেয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র ঘোষিত হয়। বর্তমানে মেলবোর্নে চতুর্থ টেস্ট ম্যাচটি চলছে। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই সিরিজ জিততে হবে ভারতকে। একই সমীকরণ অস্ট্রেলিয়ার জন্যও। এই মুহূর্তে WTC-র পয়েন্ট টেবিলে ১ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ এবং ৩ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত।