পরিবর্তিত হল হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের সূচি। আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন থাকার কারণে সেদিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের কোনও পরীক্ষা হবে না। সেদিনের পরীক্ষা হবে আগামী ৯ মার্চ (বৃহস্পতিবার)। বাকি সূচি অপরিবর্তিত রাখা হয়েছে।
শুক্রবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ভারতের নির্বাচন কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। যেদিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের দ্বিতীয় ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেজন্য ২৭ ফেব্রুয়ারি পরীক্ষা হবে না।
তাহলে কবে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের পরীক্ষা হবে? মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ৯ মার্চ দ্বিতীয় ভাষার (ইংরেজি/বাংলা) পরীক্ষা হতে চলেছে। পরীক্ষার যা সূচি ছিল এবং যে কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেরকমই হবে। বাকি পরীক্ষার সূচিও অপরিবর্তিত থাকবে বলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।
হাই-মাদ্রাসা পরীক্ষার সংশোধিত সূচি
১) ২৩ ফেব্রুয়ারি: প্রথম ভাষা (বাংলা/উর্দু/ইংরেজি)।
২) ২৫ ফেব্রুয়ারি: আরবি।
৩) ২৮ ফেব্রুয়ারি: ভৌতবিজ্ঞান।
৪) ১ মার্চ: অঙ্ক।
৫) ২ মার্চ: ইতিহাস।
৬) ৪ মার্চ: ভূগোল।
৭) ৬ মার্চ: জীবনবিজ্ঞান।
৮) ৯ মার্চ: দ্বিতীয় পত্র।
৯) ১১ মার্চ: ইসলাম পরিচয়।
৯) ১৩ মার্চ: সব অ্যাডিশনাল সাবজেক্ট।
আলিম পরীক্ষার সংশোধিত সূচি
১) ২৩ ফেব্রুয়ারি: প্রথম ভাষা (বাংলা/উর্দু)।
২) ২৫ ফেব্রুয়ারি: আরবি।
৩) ২৮ ফেব্রুয়ারি: ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান।
৪) ১ মার্চ: অঙ্ক।
৫) ২ মার্চ: ইতিহাস।
৬) ৪ মার্চ: ভূগোল এবং ফিকহ।
৭) ৬ মার্চ: হাদিস।
৮) ৯ মার্চ: দ্বিতীয় পত্র (ইংরেজি)।
৯) ১১ মার্চ: তাফসির।
৯) ১৩ মার্চ: সব অ্যাডিশনাল সাবজেক্ট।
ফাজিল পরীক্ষার সংশোধিত সূচি
১) ২৩ ফেব্রুয়ারি: প্রথম ভাষা (বাংলা/উর্দু/ইংরেজি)।
২) ২৫ ফেব্রুয়ারি: আরবি।
৩) ২৮ ফেব্রুয়ারি: ইসলামি ইতিহাস।
৪) ১ মার্চ: ইসলামিক স্টাডিজ।
৫) ২ মার্চ: থিওলজি।
৬) ৪ মার্চ: সব অ্যাডিশনাল সাবজেক্ট।
৭) ৯ মার্চ: দ্বিতীয় পত্র (ইংরেজি)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )