টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস) শিক্ষক ও ছাত্র সংগঠনের তীব্র সমালোচনার মুখে শতাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চুক্তি বাতিল করার নোটিশ প্রত্যাহার করল কর্তৃপক্ষ। টিআইএসএস জানিয়েছে, টাটা এডুকেশন ট্রাস্টের সঙ্গে আলোচনায় বসা হয়। সেখানে বিষয়টির সমাধানসূত্র বেরিয়ে এসেছে। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে টাটা ট্রাস্টের তরফ থেকে। (আরও পড়ুন: নিয়মে বড় বদল, বাড়বে সরকারি কর্মীদের 'ইন হ্যান্ড স্যালারি', মিলবে এককালীন টাকা)
আরও পড়ুন: ITR ডেডলাইন, SBI-ICICI ক্রেডিট কার্ড... জুন শেষে পরিবর্তন ঘটছে এই ৫ নিয়মে
আরও পড়ুন: এবার সরাসরি 'ছাঁটাই' করা হবে সরকারি কর্মীদের? বিস্ফোরক নির্দেশিকায় কড়া সরকার
আরও পড়ুন: বদলে গেল বিধি, কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ মেমো জারি সরকারের, জানুন বিশদে
১৯৩৬ সালে ডিমড বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় টিআইএসএস। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এর অর্থায়ন করে থাকে। ইউজিসি নির্দেশিকা অনুসারে টিআইএসএস সোসাইটি দ্বারা পরিচালিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বেতন মিটিয়ে থাকে টাটা ট্রাস্ট। এই আবহে টাকার অভাবে একসঙ্গে শতাধিক শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কর্মীদের চুক্তি ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। তবে আপাতত মুম্বই, তুলজাপুর, হায়দরাবাদ এবং গুয়াহাটির টিআইএসএস ক্যাম্পাসের সেই সব কর্মীদের চুক্তি আপাতত বহাল থাকবে। (আরও পড়ুন: বাংলায় বকেয়া ডিএ ইস্যুতে নয়া মোড়, সরকারি কর্মীদের পদক্ষেপে চাপে পড়বেন মমতা?)
আরও পড়ুন: রেল, ট্যাক্সে কমবে পকেটে চাপ! জুলাই থেকে কীসের কীসের দাম কমবে?
আরও পড়ুন: জোমাটোকে ধরানো হল কয়েক কোটির GST নোটিশ, প্রভাব পড়বে শেয়ারের দামে?
আরও পড়ুন: হতে পারে বড়সড় সাইবার হামলা, ব্যাঙ্কগুলিকে সতর্ক করল RBI, জারি নির্দেশিকা
এর আগে দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের রিপোর্টে দাবি করা হয়, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়ান্স-এর চার ক্যাম্পাস থেকে ১০০ এরও বেশি জনকে ছাঁটাই করা হয় শুক্রবার। এর জেরে প্রতিষ্ঠানের গুয়াহাটি ক্যাম্পাসে কার্যত শিক্ষাকর্মীদের অর্ধেকেরই চাকরি চলে যাচ্ছিল। দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের খবর অনুযায়ী, ৫৫ জন শিক্ষাকর্মী ও ৬০ জন অশিক্ষককর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টাটা এডুকেশনাল ট্রাস্টের ফান্ডে ঘাটতির জেরেই এই ছাঁটাই হওয়ার কথা ছিল। চাকরি হারানোর মুখে থাকা শিক্ষক এবং অশিক্ষককর্মীদের অধিকাংশই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।