ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল। আগামী ৩০ জুন অর্থাৎ শুক্রবার, প্রকাশিত হতে চলেছে এই এই স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল। এমনই দাবি পর্ষদ সূত্রে। এর আগে ১৯ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল যে, প্রাপ্ত নম্বরে যাঁরা সন্তুষ্ট নন, তাঁরা স্ক্রুটিনি ও রিভিউয়ের সুযোগ পাবে।
চলতি বছরে ৯ জুন বেলা ১১ টা থেকে শুরু করে ১৫ জুন রাত ১২ টা পর্যন্ত ছিল অনলাইনে মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করার সুযোগ। এই সময়কালের ঘোষণা আসে পর্ষদের তরফে। পর্ষদ জানিয়েছিল যে, এই সময়কালের পর আর কোনও সুযোগ পাবেনা পরীক্ষার্থীরা স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য। সেই সঙ্গে আবেদনের জন্য একটি পোর্টালের লিঙ্কও দেওয়া হয়। সেখানেই আবেদনকারীরা তাঁদের সম্পূর্ণ ফর্ম জমা দেন। সেই আবেদন গ্রহণের পর চলতি সপ্তাহের শুক্রবার, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পর্ষদের দফতরে একটি বৈঠকের ডাক দিয়েছেন। ফলে মনে করা হচ্ছে, ওই দিনই তিনি মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল প্রকাশিত করতে পারে পর্ষদ বলে জানা গিয়েছে। মাধ্যমিক পরীক্ষার ৪২ দিনের মধ্যে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ, বলে মনে করা হচ্ছে।
মাধ্যমিক ফলাফল নিয়ে পর্ষদ জানিয়েছিল, মাধ্যমিক পরীক্ষায় যারাই উত্তীর্ণ হয়েছে, তারা সকলে এই আবেদন করতে পারবে বলে জানিয়েছিল পর্ষদ। তবে কৃতকার্যদের মধ্যে যারা নিজেদের নম্বর নিয়ে সন্তুষ্ট নয়, তারাই এই নম্বর যাচাই করার আবেদন করতে পারবে বলে জানানো হয়। এছাড়াও যারা এই পরীক্ষায় কৃতকার্য হয়েছে, তারা খাতা পুর্নমূল্যায়নের জন্য আবেদন করতে পারবে বলে জানিয়েছে পর্ষদ। সেই মতো অনলাইনে আবেদন নেওয়ারও পরেই দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ হতে চলেছে।