বাংলা নিউজ > কর্মখালি > JEE Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
প্রথম স্থান অধিকার করেছিলেন ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায়। এবার ২০২৫ সালের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফের সেই প্রথম স্থানেই দেখা পাওয়া গেল দেবদত্তার। কাটোয়ার দেবদত্তার সারা দেশের ২৪ জন টপারের মধ্যে একজন। প্রসঙ্গত, গোটা দেশের সাড়ে ১৪ লক্ষ পড়ুয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ২৪ জন। তাদের মধ্যে ২২ জনই ছাত্র। বাকি দুজন ছাত্রী — পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি ও অন্ধ্রপ্রদেশের মানোগনা গুথিকোন্ডা।
প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল
প্রসঙ্গত, ২০২৫ সালের দুই ভাগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজিত হলেও দ্বিতীয় পরীক্ষায় বেশি মার্কস পেয়েছেন দেবদত্তা। তাঁর প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল। তবে এখনই তাঁর সাফল্য নিয়ে ততটা উৎসাহিত নন কাটোয়ার এই কৃতী ছাত্রী। তাঁর কথায়, এখনও পরবর্তী লক্ষ্য পূরণ বাকি রয়েছে। আপাতত সেই দিকেই ফোকাসড দেবদত্তা।আরও পড়ুন - কন্যা সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে শেখান এই বিষয়গুলি! বাড়বে মনোবল
পশ্চিমবঙ্গ থেকে দুজন টপার
কাটোয়ার ডিডিসি গার্লস স্কুলের পড়ুয়া দেবদত্তা। পঞ্চম শ্রেণি থেকেই তিনি ওই স্কুলের ছাত্রী। সর্বভারতীয় জয়েন্টের দুটি সেশনের পরীক্ষাই তিনি দিয়েছেন। কিন্তু বেশি ভালো ফল হয় দ্বিতীয় সেশনে। পশ্চিমবঙ্গ থেকে অবশ্য দুজন টপার হয়েছে এই বছর। একজন কাটোয়ার দেবদত্তা মাঝি ও অন্যজন খড়গপুরের অর্চিষ্মান নন্দী।আরও পড়ুন - সর্বভারতীয় জয়েন্টে 'প্রথম' বাংলার ২ পড়ুয়া! ১ জন তো মাধ্যমিকেও ফার্স্ট হয়েছিলেন