Mamata Banerjee: 'জমি প্রস্তুত রেখেছি',সেমিকন্ডাক্টার কারখানা নিয়ে US দূতাবাসের সঙ্গে কথা হয়েছে, জানিয়ে দিলেন মমতা
Updated: 26 Sep 2024, 08:46 PM IST Sritama Mitra 26 Sep 2024 semiconductor factory in kolkata, kolkata, usa, semiconductor factory, mamata banerjee, land, west bengal govt, সেমিকন্ডাক্টার কারখানা, কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ, আমেরিকাসাংবাদিকরা প্রশ্ন করেন, কোন জায়গায় জমি বাছাই করা হ... more
সাংবাদিকরা প্রশ্ন করেন, কোন জায়গায় জমি বাছাই করা হয়েছে। তার জবাবে মমতা কী বললেন?
খবর আগেই ছিল। এবার তা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য, মোদীর মার্কিন সফর থেকেই খবর আসে যে, এবার কলকাতায় তৈরি হতে চলেছে সেমিকন্ডাক্টার কারখানা। সেই বিষয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমরা ইতিমধ্যেই জমিও রেডি করে রেখে দিয়েছি।' সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যের সঙ্গে মার্কিন দূতাবাসের আজ এই কারখানার বিষয়ে কথা হয়েছে। (ছবি সৌজন্যে, ফেসবুক Mamata Banerjee এবং রয়টার্স)
পরবর্তী ফটো গ্যালারি