যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা বন্ধ করে পড়াশুনোর পরিবেশ ফেরানোর দাবিতে মিছিল করল ভারতীয় জনতা যুব মোর্চা। সোমবার দুপুরে গোলপার্ক থেকে এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। মিছিল থেকে বাম তৃণমূল আঁতাতের অভিযোগে সরব হন তিনি।
আরও পড়ুন - ব্রাত্য বসুর গাড়ির তলায় 'চাপা পড়া' ইন্দ্রানুজের নামে ৩ FIR, অভিযোগ কী কী?
পড়তে থাকুন - 'হিন্দু ধর্মকে শেষ করতে পারবেন না,' ঔরঙ্গজেবের কথা টেনে মমতাকে আক্রমণ হিমন্তের
শনিবারের ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন প্রায় শিকেয় উঠেছে। এমনকী এই পরিস্থিতি জারি থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য। ওদিকে যে ঘটনা নিয়ে গোটা রাজ্য তোলপাড় সেখানে গত ২ দিন ধরে কার্যত গ্যালারিতে বসে খেলা দেখছিল বিরোধী দল বিজেপি। অবশেষে ময়দানে নামল তারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতার অবসান ও পঠনপাঠনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবিতে গোলপার্ক থেকে এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন BJYM কর্মীরা।
মিছিল থেকে ইন্দ্রনীলবাবু বলেন, বাম ও তৃণমূলের মধ্যে আঁতাত রয়েছে। যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বামেরা তেড়েফুঁড়ে ওঠে। এখন নিয়োগ দুর্নীতির চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ হয়েছে। আর সেই ঘটনা থেকে মানুষের চোখ ঘোরাতে বাম ও তৃণমূল এক যোগে ময়দানে নেমে পড়েছে। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনোর পরিবেশ ফেরত চাই। এখানে ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে আসে। তাদের বিপথে চালনা করছে অতিবামপন্থীরা।
আরও পড়ুন - ‘খুব ভালো অনুভূতি হয়েছে কুম্ভে,’ খোলাখুলি আর কী জানালেন তৃণমূলের 'সনাতনী' সুজাতা
তিনি বলেন, ইচ্ছা করলে অনেকদিন আগেই যাদবপুরের ক্যাম্পাস থেকে অতি বামপন্থীদের বিদায় করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি তা করবেন না। কারণ লালগড় থেকে নন্দীগ্রাম, অতিবামদের ওনার দরকার।