গত কয়েক বছরে রাজ্যে একের পর এক গুরুতর অপরাধের ঘটনায় নাম শোনা গিয়েছে বিহারে জেলবন্দি কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের নাম। এবার সেই সুবোধ সিংকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতা আনল রাজ্য পুলিশের সিআইডি। পটনার জেল থেকে শনিবার অত্যন্ত গোপনে ও কড়া নিরাপত্তার ঘেরাটোপে কলকাতায় আনা হয়েছে। তাকে একাধিক মামলায় যুক্ত করতে চলেছে রাজ্য পুলিশ।
আরও পড়ুন - বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় বিহার থেকে গ্রেফতার ৩
পড়তে থাকুন - কলকাতায় ফের মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ৩ জনকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে একাধিক খুন, গয়নার দোকানে ডাকাতি ও তোলাবাজির তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এ সবের পিছনেই রয়েছে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং। পটনার বেউর জেলে বসে ফোনে সে তার নেটওয়ার্ক চালায়। গত ১৫ জুন বেলঘরিয়ার রথতলায় প্রকাশ্য দিবালোকে অজয় মণ্ডল নামে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চলে। সেই ঘটনার তদন্তেও উঠে আসে সুবোধ সিংয়ের নাম। এর পর ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক ব্যবসায়ী ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তদন্তে গিয়ে ওই ঘটনায় বিহার থেকে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে শুক্রবার কলকাতায় নিয়ে আসে রাজ্য পুলিশের সিআইডি। শনিবার সুবোধ সিংকেও আনা হল কলকাতায়।
আরও পড়ুন - ভোট পরবর্তী হিংসার নামে ভুয়ো মামলা দায়ের, ১০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট
২০২২ সালে রানিগঞ্জে শ্যুটআউট, কয়লা মাফিয়া রাজু ঝার হত্যা, বিজেপি নেতা মণীশ শুক্ল খুন ও গত কয়েক বছরে রাজ্যে একের পর এক গয়নার দোকানে ডাকাতির ঘটনায় সুবোধ সিংয়ের নাম উঠে এসেছে। পটনার জেলে বসে ফোনে অপরাধের সাম্রাজ্য চালাচ্ছিল সে। রবিবার তাকে আসানসোল আদালতে পেশ করবে সিআইডি। তাকে একাধিক মামলায় যুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানা গিয়েছে।