বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: কাঁথির মিছিলে অনুমতি দিল কোর্ট, 'তোমার বাড়ি আমার বাড়ি…' ফেসবুকে ডিপি বদলালেন শুভেন্দু
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা। নানা বিষয়কে তিনি তুলে ধরেন সোশ্য়াল মিডিয়ায়। ফেসবুকে ও এক্স হ্যান্ডেলে নানা প্রাসঙ্গিক বিষয়কে তুলে ধরে তিনি। লাইক কমেন্ট কিছু কম পড়ে না। সেই সঙ্গেই রাজ্যের শাসকদলকে তুলোধোনা করতে তাঁর অন্য়তম হাতিয়ার হল এই সোস্য়াল মিডিয়া।
এতদিন ফেসবুকে ও এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর প্রোফাইলে তাঁর ছবি থাকত। এবার দেখা যাচ্ছে সেই প্রোফাইলে কালো ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি। কার্যত মনে করা হচ্ছে মালদার মোথাবাড়িতে অশান্তির পরিপ্রেক্ষিতে তিনি এভাবে ডিপি বদল করেছেন। ফেসবুক, এক্স হ্যান্ডেল দুটি ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডিপি বদল করা হয়েছে।