বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। তার আগে কসবাকাণ্ডের মতো সংবেদনশীল ঘটনার জেরে শোরগোল গোটা বাংলা জুড়ে। আর সেই কসবাকাণ্ডকে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পুরোদমে মাঠে নামছে বিজেপি। রবিবার গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল ছিল শুভেন্দু অধিকারীদের। সেখান থেকেই বড় কর্মসূচির ডাক। কন্যা সুরক্ষা যাত্রা নামে সেই মিছিল হয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে।
জুলাইয়ের প্রথমেই বড় কর্মসূচি নিচ্ছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ইতিমধ্য়েই এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন।
শুভেন্দু জানিয়েছেন আগামী ২রা জুলাই কসবা অভিযান হবে। বিজেপির যুব মোর্চার ডাকে সেই অভিযান হবে। তিনি বলেন, পারবেন না আটকাতে। এখানেও ঢুকব, আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসব। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে যতদিন না সরাবেন ততদিন কোনও মা বোন কারোর সুরক্ষা নেই।
সেই সঙ্গে আরজিকরের নির্যাতিতার বাবা মায়ের কাছেও যাবেন শুভেন্দু অধিকারী। আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক যাতে আরজিকরের নির্যাতিতার বাবা মা দেন তার অনুরোধ করবেন তিনি।
শুভেন্দু বলেন, 'আমি অভয়ার মা বাবাকে বলব আপনারা ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিন। রাজনীতির স্বার্থ দূরে রেখে আপনাদের নিয়ে আর একবার ২৬ এর নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে হবে এই ৯ অগস্ট। ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিতে চাই।'