রাজ্যে হকার উচ্ছেদের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বুলডোজার মাতা’ বলে সম্মোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার সন্ধ্যায় মানিকতলা বিধানসভা উপ নির্বাচনের প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হঠাৎ করে হকার উচ্ছেদের তীব্র বিরোধিতা করেন তিনি। সঙ্গে সুকান্তবাবু বলেন, শহরে আমাদের প্রচুর ভোট বেড়েছে। গ্রামে একটু ভোট বাড়লেই বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে।
আরও পড়ুন - বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় বিহার থেকে গ্রেফতার ৩
পড়তে থাকুন - কলকাতায় ফের মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ৩ জনকে গ্রেফতার করল পুলিশ
সুকান্তবাবু বলেন, ‘তড়িঘড়ি করে হকার উচ্ছেদ করা হয়েছে। মানুষকে নোটিশ দিয়ে বিকল্প ব্যবস্থা করে হকার উচ্ছেদ করা উচিত ছিল। আপনি কর্মসংস্থান দিতে পারছেন না। রাজ্য চাকরি নেই, শিল্প নেই। আর আপনি মানুষকে এভাবে উঠিয়ে দেবেন, এটা তো হতে পারে না। উনি যোগীজির বুলডোজার বাবার স্বপ্ন দেখতে দেখতে বুলডোজার মাতা হয়ে গিয়েছেন।’
সঙ্গে তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে শহরাঞ্চলের মানুষেরা বিজেপি বেছে নিয়েছেন। গ্রামাঞ্চলে আমাদের ভোট কিছুটা কমেছে। গ্রামাঞ্চলে ভোট বাড়ালেই বিজেপি ক্ষমতায় আসবে।’
আরও পড়ুন - ভোট পরবর্তী হিংসার নামে ভুয়ো মামলা দায়ের, ১০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট
বলে রাখি, ২০১৭ সালে উত্তর প্রদেশে প্রথম বার ক্ষমতায় এসে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার করেছিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। এর পর থেকেই ‘বুলডোজার বাবা’ বলে পরিচিত হন তিনি। গত কয়েকদিন ধরে রাজ্যে হকার উচ্ছেদ ও বেআইনি নির্মাণ ভাঙতেও একই রকমভাবে ব্যবহার করা হয়েছে বুলডোজার।