গতকাল পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছিল আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের। এই আবহে আজ চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে সতর্কবাণী দিলেন বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার। তিনি বলেন, 'পুলিশ অফিসাররা সেখানে নিজেদের ডিউটি করছেন। শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু পুলিশ গত সন্ধ্যায় নিজের কাজ করতে গিয়ে আন্দোলনকারীরা ধাক্কাধাক্কি করেছেন। পুলিশকে সেখানে আটকানো হয়েছে। ভিতর থেকে তাঁরা বেরোনোর সময় আটকানোর চেষ্টা হয়েছে। পুলিশকে ডিউটি করতে আটকানো হলে তা আইনসম্মত হবে না। এই ভাবে পুলিশকে ডিউটিতে বাধা দেওয়া উচিত হবে না।' (আরও পড়ুন: অবশেষে এসএসসি ভবনে ঢুকল খাবার, গতরাতে কী খেয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার?)
আরও পড়ুন: চাকরিহারা শিক্ষকদের চোখে ধুলো, যোগ্য-অযোগ্য তালিকা নিয়ে বড় দাবি অভিজিতের
এর আগে গতকাল গভীর রাত ১টার সময় এসএসসি ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল পুলিশ। এই আবহে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, তাঁদের গায়ে হাত তোলা হয়েছিল। এদিকে আন্দোলনস্থলে পর্যাপ্ত পরিমাণে মহিলা শিক্ষকও নেই বলে দাবি করা হয়। এর আগে কসবায় ডিআই অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার হয়েছিল। চাকরিহারাদের ছত্রভঙ্গ করতে পুলিশ যথেচ্ছ লাঠিচার্জ করেছিল। এমনকী এক শিক্ষককে লাথি মেরেছিলেন পুলিশকর্মী। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। আর এবার এসএসসি ভবনের সামনে ফের একবার পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন চাকরিহারা শিক্ষকরা। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে। (আরও পড়ুন: জলে কলকাতা পুলিশের ভাবমূর্তি, এবার ASI-এর থাপ্পড় কাণ্ডে শুরু তদন্ত)
দাবি করা হয়, রাতে বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা নাকি এসএসসি ভবনে ঢোকার চেষ্টা করেছিলেন। পুলিশ এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে বের করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষকদের। সেই সময় পুলিশকে বাধা দেন শিক্ষকরা। চাকরিহারাদের অভিযোগ, তাঁদের গায়ে হাত তোলা হয়েছে। পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।