পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর চালানো ‘অপারেশন সিঁদুর’এ বড়সড় ধাক্কা খেল পাক সন্ত্রাসবাদীরা। ভারতীয় হামলায় পাকিস্তানি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ – ই – মহম্মদ-এর প্রধান মাসুদ আজাহারের পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ভোর রাতের হামলায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে মেনে নিয়েছে পাকিস্তান। তবে নিহতদের প্রত্যেকের পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি তারা।
‘অপারেশন সিঁদুর’এ বুধবার ভোর রাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ভেঙেছে ভারতীয় সেনাবাহিনী। তার মধ্যে ৩টি জঙ্গিঘাঁটি জৈশ – ই – মহম্মদ পরিচালিত। তারই একটিতে বসবাস করত জৈশ প্রধান মাসুদ আজাহারের পরিবারের সদস্যরা। বুধবার রাতের হামলায় সেখানে মাসুদ আজাহারের পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ভারতের হানায় গুরুতর আহত হয়েছে মাসুদ আজাহারের ভাইপো রউফ আসগর। যাদে দীর্ঘদিন ধরে খুঁজছেন ভারতের গোয়েন্দারা।
বুধবার রাতের হামলার পর ভারতের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, পাকিস্তানের কোনও সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি। হামলা হয়েছে শুধুমাত্র নির্বাচিত জঙ্গি ঠিকানায়। হামলায় কোনও সাধারণ মানুষের মৃত্যুর কোনও খবর নেই।