রাত পোহালেই রামনবমী। তার আগেই বাংলাজুড়ে একাধিক মিছিল। সেখানে অস্ত্রের উপস্থিতি দেখা গিয়েছে। সেক্ষেত্রে নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ইতিমধ্য়েই রবিবার রামনবমীর মিছিলগুলিকে চূড়ান্ত সফল করতে ব্যপক প্রস্তুতি চলছে। এদিকে পুলিশের পদস্থ কর্তারা শনিবার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন। তাদের কাছে কার্যত অগ্নিপরীক্ষা।
এদিকে রামনবমীর মিছিলকে ঘিরে অশান্তির আশঙ্কা করছেন অনেকেই। কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি মিছিল বের হতে পারে বলে খবর। ৫টি বড় শোভাযাত্রা বের হতে পারে। পুলিশ ইতিমধ্য়েই আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখছে। বিভিন্ন জায়গায় চলছে নজরদারি।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ক্যানিং স্ট্রিট সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সামগ্রিকভাবে যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কাল রামনবমী উৎসব আছে। যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ৮০-এর বেশি আবেদন এসেছে দুপুর পর্যন্ত। সেগুলি দেখা হচ্ছে। আমরা যেটা বলতে চাইছি সবাইকে স্বাগত জানাচ্ছি। উৎসবে সেলিব্রেট করুন। কোনও লোকের কোনও অসুবিধা যাতে না হয় সেটা দেখতে হবে। মাননীয় হাইকোর্ট কলকাতা যে নির্দেশ দিয়েছেন সেখানে কী কী করা যাবে না সেটা পরিষ্কারভাবে লেখা আছে। এটা সবাইকে বলেছি মাননীয় হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছে, কী করতে পারবেন আর কী করা উচিত হবে না সেটা বলা আছে। আশা করছি উদ্যোক্তারা বিষয়টি বুঝে পদক্ষেপ নেবেন। একটা শান্তিপূর্ণ পরিবেশে যাতে উৎসব হয় সেটা দেখতে হবে।
পুলিশ কমিশনার জানিয়েছেন, সমস্ত সিনিয়র অফিসাররা থাকবেন। ডিসি লেভেলের উপরে ৪০-৫০জন অফিসার থাকবেন। প্রচুর ফোর্স থাকবে। সমস্ত স্তরে মিটিং হয়েছে।
অস্ত্র হাতে কি মিছিল করা যাবে, হলে কি ব্যবস্থা নেওয়া হবে?
এনিয়ে পুলিশ কমিশনার বলেন, অস্ত্র হাতে মিছিল করা যাবে নাকি করা যাবে না সেটা মাননীয় হাইকোর্ট পরিষ্কার বলেছে। এটা নিয়ে আমি কিছু বলব না। যদি কেউ লঙ্ঘন করেন, না মানেন, আইন অনুসারে ব্যবস্থা নেব।
বাইক মিছিল কি করা যাবে?
সেই প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন ভেহিকেল নিয়ে কী করা যাবে সেটা হাইকোর্টের নির্দেশ বলা আছে কী ধরনের গাড়ি যাবে সেটা উল্লেখ করা আছে। এর বাইরে আমরা কিছু অ্যালাও করছি না। জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশন