ভোট গণনার আগে বড় স্বস্তি পেলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেলেন বিজেপি প্রার্থী। বিচারপতি অমৃতা সিনহা টুডুর বিরুদ্ধে পুলিশের এফআইআরের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছেন।
আরও পড়ুন: ভোটে আক্রান্ত BJP প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা!
পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে গত সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির প্রার্থী। তাঁর অভিযোগ, ভোটের সময় তিনিই আক্রান্ত হয়েছিলেন আবার পুলিশ তাঁর নামেই মিথ্যে অভিযোগ দায়ের করেছে। অবিলম্বে এফআইআর খারিজ করা হোক। প্রয়োজনে সিবিআই তদন্ত দেওয়া হোক বলেও আর্জি জানান প্রণত টুডু।
বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় গড়বেতা থানায় মামলা দায়ের করা হয়। গরবেতার এক ব্যক্তি অভিযোগ করেছিন, গত ২৫ মে ভোট দিয়ে বাড়ি ফেরার সময় টুডুর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার দিদিকে নানা রকমভাবে কটুক্তি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। অভিযোগকারীর দিদি প্রতিবাদ করলে টুডু এবং তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার উপর চড়াও হয়। শ্লীলতাহানি করে, এমনকী প্রাণে মারারও হুমকি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সেই ঘটনায় গত ২৫ তারিখেই টুডুর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়।
আরও পড়ুন: ঝাড়গ্রামে BJP প্রার্থীকে ইটবৃষ্টি, রোহিঙ্গারা হামলা করেছে বললেন প্রণত টুডু
উল্লেখ্য, গত ২৫শে মে ভোটের দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা বিধানসভা এলাকায় আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। অভিযোগ প্রকাশ্যে আসার পরেই বিজেপি প্রার্থী দাবি করেছিলেন, ভোটের দিন তিনি এবং তাঁর সঙ্গে থাকা সিআইএসএফ জওয়ানরা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের তাড়া করা হয়েছিল। সেখানে পুলিশ প্রশাসনের কোনওরকমের সহযোগিতা করা হয়নি। উল্টে তাঁর নামে মিথ্যা মামলা করা হয়েছে। বিজেপি প্রার্থী অভিযোগ করেন, পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। সেই মামলায় এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী ২১ জুন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। আগামী ১৮ জুন মামলার পরবর্তী শুনানি।