ফিরে দেখা ২০২০: আমফান–সাক্ষী বাংলায় শুভেন্দুর দলবদল,রাজনৈতিক সঙ্ঘাত ও দুর্গাপুজো
Updated: 30 Dec 2020, 06:18 PM IST Debasish Podder 30 Dec 2020 Yearender, Amphan, West Bengal, Suvendu Adhikari, Durga Puja, Central Govt, Governor Jagdeep Dhankhar, Bimal Gurung, ফিরে দেখা ২০২০, আমফান, বাংলা, পশ্চিমবঙ্গ, রাজ্যপাল, জগদীপ ধনখড়, দুর্গাপুজো, শুভেন্দু অধিকারী, বিমল গুরুংকরোনার চোখরাঙানির মধ্যেও বাংলায় ঘটেছে রাজনৈতিক সঙ্ঘাত। চিঠির পর চিঠিতে রাজ্য সরকারের সঙ্গে বিবাদে মেতেছেন রাজ্যপাল। কেন্দ্র–সঙ্ঘাত দ্বন্দ্বও ওঠে চরমে। ধেয়ে এসেছে আমফান। ঘরে বসেই কেটেছে পুজো। চলেছে ইস্ট–ওয়েস্ট মেট্রো। পাহাড়ে ফিরেছেন বিমল গুরুং। তৃণমূল ছেড়েছেন শুভেন্দু অধিকারী। নানা রঙের ২০২০— ছবিতে।
পরবর্তী ফটো গ্যালারি