উত্তর দিনাজপুরের ফের জালিয়াতি করে বাংলার আবাস প্রকল্পের উপভোক্তার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাঞ্জিপাড়ার পর এবার অভিযোগ উঠল গোয়ালপোখর ১ ব্লকের সাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতে। সেখানকার উদয়নগর গ্রামের বাসিন্দা পার্বতী মণ্ডল বাংলার বাড়ি প্রকল্পের ৬০ হাজার টাকা পেয়েছিলেন। অভিযোগ, যন্ত্রে আঙুলের ছাপ নিয়ে তার থেকে ১০ হাজার টাকা তুলে নিয়েছেন পঞ্চায়েত সদস্যের ছেলে। ইতিমধ্যে ইসলামপুর মহকুমাশাসকের দফতরে অভিযোগ জানিয়েছেন প্রৌঢ়া।
পার্বতীদেবী জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার আবাস যোজনার ৬০ হাজার টাকা ঢোকে। পরদিন ১ জানুয়ারি তাঁর সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য মিনতি রায়ের ছেলে রাজু রায়ের সঙ্গে রাস্তায় দেখা হয়। রাজু তার সঙ্গে থাকা একটি যন্ত্র ব্যাগ থেকে বার করে মিনতিদেবীকে তাতে আঙুল ছোঁয়াতে হবে। সরকারি কোনও কাজের জন্য আঙুলের ছাপ নিচ্ছে ভেবে আপত্তি করেননি প্রৌঢ়া। এর কিছুক্ষণ পর তাঁর মোবাইল ফোনে মেসেজ এলে জানতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা কেটে নেওয়া হবেছে।
ব্যাঙ্কে যোগাযোগ করলে জানানো হয়, রাজু রায় তাঁর আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে নিয়েছে। এর পর রাজুর বাড়িতে যান পার্বতীদেবী। কেন টাকা নিয়েছেন জানতে চান তিনি। অভিযোগ, রাজু তখন জানান, তৃণমূলের পার্টিফান্ডে নেওয়া হয়েছে এই টাকা। এর পর ইসলামপুরে মহকুমা শাসকের দফতরে ঘটনার কথা জানিয়ে টাকা ফেরত চেয়ে চিঠি লেখেন রাজু।
ওদিকে ঘটনার কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য মিনতি রায়। তাঁর দাবি, পার্বতীদেবী বিজেপি করেন। তৃণমূলকে বদনাম করতে অভিযোগ করেছেন তিনি।