৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্যের প্রায় ৮০০ পরীক্ষাকেন্দ্রে আজ পরীক্ষা হবে। এর মধ্যে অন্যতম হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতার ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন। আর সেই স্কুলেই নাকি পরীক্ষার আগের দিন পালন করা হয় তৃণমূল নেতার জন্মদিন। অভিযোগ, তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন উপলক্ষে স্কুলে প্যান্ডেল বেঁধে রক্তদান শিবিরের আয়োজন। সেই ঘটনারই ছবি এবং ভিডিয়ো পোস্ট করে তীব্র নিন্দা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। (আরও পড়ুন: উচ্চমাধ্যমিক শুরুর দিনে SFI-এর ধর্মঘট, সমস্যায় পড়লে ফোন করা যাবে হেল্পলাইনে)
আরও পড়ুন: 'বন্ধু' ইউনুসকে বড় বার্তা, বাংলাদেশ নিয়ে 'উদ্বিগ্ন' অমর্ত্য সেন বললেন…
সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত মজুমদার লেখেন, 'লজ্জাজনক! মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। উচ্চমাধ্যমিক শুরুর আগের দিন ফতেপুরের শ্রীনাথ স্কুলের পরীক্ষাকেন্দ্র তৃণমূল যুব নেতার জন্মদিন পালন করা হল ধুমধাম করে। পরীক্ষার আগের দিন এমনিতেই কেন্দ্রগুলোতে একাধিক প্রস্তুতি নেওয়ার বিষয় থাকে। কিন্তু তার বদলে ফতেপুর স্কুলে দেখা গেল, একেবারেই ভিন্ন চিত্র। আলো, গেট, প্যান্ডেলে উৎসবের সাজে সেজে উঠেছে স্কুল। এখানেই কয়েকশো পড়ুয়া তাঁদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পরীক্ষায় বসবেন। কোথায় প্রশাসন? অন্ধ! চুপ! তৃণমূল জমানায় শিক্ষা কেন্দ্র ক্লাব হাউসে পরিণত! মমতা বন্দ্যোপাধ্যায় অথবা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু কিছু বলার আছে?' (আরও পড়ুন: ব্রাত্য বসুর গাড়ির তলায় 'চাপা পড়া' ইন্দ্রানুজের নামে ৩ FIR, অভিযোগ কী কী?)
আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের ওপর হামলায় 'ধর্মনিরেপক্ষ' ইউনুসের ঘাড়ে দায় চাপালেন অমর্ত্য
এদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফলতা ব্লকের যুব সভাপতি জাহাঙ্গির খান দাবি করেন, তিনি জন্মদিন পালন করেনি। স্কুলে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন তিনি। তারপর সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ এবং বজবজ বিধানসভার পর্যবেক্ষক এই জাহাঙ্গির। ২০২২ সালে বজবজ পুরসভার ১২টি ওয়ার্ডের সবকটিতেই তৃণমূলকে জয়ী করার কৃতিত্ব দেওয়া হয়েছিল এই জাহাঙ্গিরকেই। এলাকায় বেশ প্রভাবশালী এই জাহাঙ্গির। এহেন জাহাঙ্গির এই অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে দাবি করেন, প্যান্ডেল, স্টেজ সব খুলে ফেলা হয়েছে। মাইক এবং যাবতীয় সামগ্রীও সেখান থেকে সরিয়ে ফেলা হেয়েছে।